CESC Threat Culture : থ্রেট কালচারের ছায়া কি CESC-র অফিসে? তরুণীর কাছে 'বদলির জন্য টাকার দাবি থেকে মারধর'
CESC-র শ্য়ামবাজার অফিসে কর্মরত এক তরুণীর অভিযোগ, বদলির জন্য় তাঁর কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছিল তৃণমূলের কর্মচারী ইউনিয়ন।
ঐশী মুখোপাধ্য়ায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : আর জি কর-কাণ্ডের পর রাজ্য়ের বিভিন্ন সরকারি মেডিক্য়াল কলেজে উঠেছে থ্রেট কালচারের অভিযোগ। শনিবার এক হেয়ার ড্রেসারের আত্মহত্য়ার চেষ্টায় থ্রেট কালচারের অভিযোগ উঠেছে টালিগঞ্জের অন্দরে। এবার সেই থ্রেট কালচারের ছায়া কি CESC-র অফিসে? জোড়া অভিযোগ উস্কে দিল সেই প্রশ্ন।
CESC তে থ্রট কালচার?
CESC-র শ্য়ামবাজার অফিসে কর্মরত এক তরুণীর অভিযোগ, বদলির জন্য় তাঁর কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছিল তৃণমূলের কর্মচারী ইউনিয়ন। এরপর বিভিন্ন মহলে আবেদন করে তিনি বাড়ির কাছের অফিসে পোস্টিং পান। কিন্তু , সেখানে যোগ দিতে গেলে তৃণমূল সমর্থিত ইউনিয়নের সদস্য়রা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এমনকী, তিনি কাজ করলে কেউ কাজ করবেন না বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
ইমেল মারফত উল্টোডাঙা থানায় অভিযোগ জানান তিনি। এই সংক্রান্ত একটি ভিডিও-ও সামনে এনেছেন অভিযোগকারিণী।
তৃণমূল সমর্থিত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সমীর পাঁজার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই মহিলা কর্মী। অভিযোগ উড়িয়ে পাল্টা মহিলা কর্মীর বিরুদ্ধেই আর্থিক তছরুপের অভিযোগ তুলেছেন তৃণমূল সমর্থিত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক।
অন্য়দিকে, প্রিন্সেপ স্ট্রিটের CESC অফিসে কর্মরত শুভজিৎ দত্তর অভিযোগ, সোমবার তিনি অফিসে গেলে, তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। আর জি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে তিনি কেন হেঁটেছেন, এই প্রশ্ন তুলে, তৃণমূল পরিচালিত কর্মচারী ইউনিয়ন তাঁকে আটকায় বলে অভিযোগ। এক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত ইউনিয়ন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর, বউবাজার থানার দ্বারস্থ হন শুভজিৎ। এরপর পুলিশ এসে তাঁকে অফিসে নিয়ে যায়।
রানাঘাট পৌরসভা থেকে চাকরিতে কোপ ২ কর্মীর
অন্যদিকে আবার বুধবার আরেকটি অভিযোগ সামনে আসে রানাঘাট পৌরসভার দুই কর্মীর থেকে। আর জি কর-কাণ্ডে বিজেপির বন্ধের সমর্থনে মিছিল করায় তাঁদের চাকরিতে কোপ পড়েছে বলে মনে করছেন দুই কর্মী। পুজোর মুখে কাজ হারিয়েছেন তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভার দুই অস্থায়ী কর্মী। রানাঘাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে নিকাশি ও ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজ করতেন দুই অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী ও দেবব্রত ঘোষ। ২৮ অগাস্ট বিজেপির ডাকা বন্ধের সমর্থনে মিছিলে যোগ দেন তাঁরা। অভিযোগ, পরের দিন পুরসভায় গেলে তাঁদের কাজে যোগ দিতে নিষেধ করা হয়। কাজে ফাঁকি দেওয়ায় দুই অস্থায়ী কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে, দাবি রানাঘাট পুরসভার তৃণমূল চেয়ারম্যানের। দুই কর্মীকে বরখাস্ত করায়, ৭ নম্বর ওয়ার্ডের নিকাশি পরিষেবা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি কাউন্সিলর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandip Ghosh:সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড' স্টেটাস! চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক