Amrit Bharat Express: অমৃত ভারত এবং বন্দে ভারত ট্রেনের মধ্যে বিস্তর পার্থক্য? কোনটিতে টিকিট কাটলে লাভ?
Amrit Bharat Train: বন্দে ভারত ট্রেনটি ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন এবং এর সুবিধাগুলি যে কোনও বিদেশী ট্রেনের মতো। তবে অমৃত ভারত এক্সপ্রেসও কম কিছু নয়।
নয়া দিল্লি: সাধারণ মানুষকে কম খরচে যাতায়াতের সুবিধা দিতেই অমৃত ভারত এক্সপ্রেসের (Amrit Bharat Express) ভাবনা এনেছে কেন্দ্র। মোদির (Narendra Modi) কথায়, আধুনিক অমৃত ভারত ট্রেন, গরিবের সেবার ভাবনায় চালু করা হয়েছে। গরিবের সফর আরামদায়ক হবে। এই কথা ভেবেই ট্রেনের নকশা করা হয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় রেল বছরের পর বছর তার সিস্টেমে অনেক পরিবর্তন করেছে। স্টেশন থেকে শুরু করে ট্রেন, আয়োজনে অনেক পরিবর্তন এসেছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদি বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) চালু করেছিলেন। এই ট্রেনটি ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন এবং এর সুবিধাগুলি যে কোনও বিদেশী ট্রেনের মতো। তবে অমৃত ভারত এক্সপ্রেসও কম কিছু নয়।
কী কী আছে এই ট্রেনে?
- অমৃত ভারত এক্সপ্রেসে ২২টি কামরার মধ্যে ১৪টি স্লিপার কোচ ও ৮টি সাধারণ কামরা থাকছে।
- সফর করতে পারবেন সর্বাধিক ১৮০০ যাত্রী।
- দেশে এটিই প্রথম পুশ-পুল ট্রেন অর্থাৎ সামনে ও পিছনে দুটি ইঞ্জিন থাকছে।
- ঝাঁকুনি এড়ানোর জন্য দুটি কোচের মধ্যে থাকছে সেমি পার্মানেন্ট কাপলার।
- প্রতিটি কামরায় থাকছে বায়ো টয়লেট।
- এর ভাড়া বন্দে ভারত ট্রেনের চেয়ে অনেক কম হবে।
একটি অমৃত ভারত এক্সপ্রেস পেয়েছে বাংলাও। মালদা থেকে বেঙ্গালুরু যেতে জেনারেল কোচের ভাড়া ৫২৮ টাকা। স্লিপার কোচের ভাড়া ৯২৫ টাকা। নতুন বছরে ৭ জানুয়ারি থেকে নিয়মিত চলাচল শুরু হবে। প্রতি রবিবার সকাল ৮টা ৫০-এ মালদা থেকে ছেড়ে বেঙ্গালুরু পৌঁছবে মঙ্গলবার রাত ৩টেয়।
বন্দে ভারত থেকে কতটা আলাদা?
বন্দে ভারত এক্সপ্রেস দেশে প্রথম চালু হয় ২০১৯ সালে দিল্লি-বারাণসী রুটে। বসার জায়গা থেকে স্বয়ংক্রিয় আলো- অত্যাধুনিক এই ট্রেনে রয়েছে নানা আকর্ষণীয় ব্যবস্থা। ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে ছুটতে পারলেও, এখন ১৩০ কিলোমিটার গতিবেগে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। ১ হাজার ১২৮ জন যাত্রী উঠতে পারবেন ট্রেনে। ভেতরে বসার আসন দেখিয়ে এর অন্যতম বৈশিষ্ট, এক্সিকিউটিভ ক্লাসে রিভলভিং চেয়ার, যা ১৮০ ডিগ্রি ঘোরে। ভারতীয় রেলের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে