Anubrata Mandal: ঘরে ফিরেও 'গৃহবন্দি' অনুব্রত, বাইরে ভিড় অনুরাগীদের, ফুল-মিষ্টি সহযোগে সাক্ষাৎ নেতা-কর্মীদের
Anubrata Mandal Update: শুক্রবার বীরভূম জেলায় ফিরেছেন অনুব্রত। তবে তাঁর রোজনামচায় বদল ঘটেছে।
![Anubrata Mandal: ঘরে ফিরেও 'গৃহবন্দি' অনুব্রত, বাইরে ভিড় অনুরাগীদের, ফুল-মিষ্টি সহযোগে সাক্ষাৎ নেতা-কর্মীদের Anubrata Mandal at bolpur home followers gather outside to meet him Anubrata Mandal: ঘরে ফিরেও 'গৃহবন্দি' অনুব্রত, বাইরে ভিড় অনুরাগীদের, ফুল-মিষ্টি সহযোগে সাক্ষাৎ নেতা-কর্মীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/21/abaed9ec26aed74b9d550c9e26ce5deb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আবির ইসলাম, বীরভূম: কোর্ট-কাছারি, সিবিআই সামলে বাড়ি ফিরেছেন সবে। তাতেই ভিড় উপচে পড়ছে বীরভূমের (Birbhum News) তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ড়িতে। মিষ্টির প্যাকেট, ফুলের তোড়া নিয়ে দফায় দফায় তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। খোঁজ-খবর নিতে আসছেন স্থানীয় মানুষও। সকলের সঙ্গে দেখা করতে পারছেন না অনুব্রত। তাই দেখা না পেয়ে, আশাহত হয়ে, ফিরেও যাচ্ছেন অনেকে। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
অনুব্রত-দর্শনে ভিড়
শুক্রবার বীরভূম জেলায় ফিরেছেন অনুব্রত। তবে তাঁর রোজনামচায় বদল ঘটেছে। অসুস্থতার কারণে অঞ্চলভিত্তিক সম্মেলন, কর্মী সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না অনুব্রত। এমনকি তৃণমূল জেলা কার্যালয়েও আপাতত যাওয়ার কথা নেই। তবে তাতে বিরত থাকছে না মানুষের আনাগোনা। শনিবার সকাল থেকেই অনুব্রতর বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। তাঁর সঙ্গে দেখা করতে যান বোলপুরের সাংসদ তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়, কেতুগ্রামের বিধায়ক শাহনাজ হোসেন। ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হন নেতা-কর্মীরাও। দেখা করতে মা পেরে আবার ফিরেও যেতে হয় অনেককে।
এই নিয়ে অনুব্রতকে কটাক্ষ করেছে বিজেপি। বোলপুরে দলের সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, "ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। ওঁরা হয়ত মনে করছিলেন জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। তাই ঘরের ছেলে ঘরে এসেছে, আনন্দ তো হবে! কিন্তু রাতের পর যেমন দিন আসে, তার পর ফের রাত আসে, তেমনই এই আনন্দও সাময়িক, দীর্ঘস্থায়ী হবে না। উনি ফিরুন, তা ওঁর যে পরিবার. তারাই চাইছিল না উনি ফিরুন। এখন ফিরে এসেছেন বলে সৌজন্য সাক্ষাৎ করছেন। যাঁরা সাক্ষাৎ করতে যাচ্ছেন, আনন্দ নয়, আজ তাঁদের নিরানন্দের দিন।"
শুক্রবারই গরু পাচারকাণ্ডে সিবিআই জেরার পর বীরভূমে ফেরেন অনুব্রত। তাঁকে স্বাগত জানাতে চরম উৎসাহ দেখা যায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে। যে রাস্তা দিয়ে ফেরেন অনুব্রত, তার দুই পাশ থেকে ফুল ছড়িয়ে তাঁকে স্বাগত জানানো হয়। অনুব্রতর বোলপুরের বাড়ির সামনে তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। তাতে উঠে বক্তৃতাও করেন অনুব্রত। তার পর শনিবার সকাল থেকেও সাজ সাজ রব ছিল সেখানে।
কটাক্ষ বিজেপি-র
এ দিন দুপুর ১২.৩০টা নাগাদ অনুব্রতর সঙ্গে দেখা করেন বোলপুরের সাংসদ অসিত মাল। বেশ কিছু ক্ষণ থেকে বেরিয়ে যআন তিনি। জানান, অনুব্রতর শারীরিক অবস্থা ভালো নয়। বুকে যন্ত্রণা হচ্ছে। ঈশ্বর তাঁকে বাঁচিয়েয়েছে। এর পরই ১২.৪০ অনুব্রতর বাড়িতে যান আশিস। তৃণমূল সূত্রের খবর, অসুস্থতার জেরে অনুব্রতর রোজনামচা পাল্টেছে। তাই যে সম্মেলনগুলিতে এত দিন তাঁর উপস্থিতি নিশ্চিত ছিল, আপাতত বিরতি নিচ্ছেন তিনি। তবে বাড়ি থেকে বসেই সবকিছুর উপর নজর রাখবেন। তাই ঘরে ফিরেও আপাতত অনুব্রত একপ্রকার গৃহবন্দি বলেই মত সকলের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)