(Source: ECI/ABP News/ABP Majha)
Anubrata Mandal : কাটল না ২৪ ঘণ্টাও, এসএসকেএম থেকে ছাড়া পেতেই অনুব্রতকে সিবিআই তলব
সূত্রের খবর, আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
প্রকাশ সিনহা, কলকাতা : মাঝে কাটেনি ২৪ ঘণ্টাও। এসএসকেএম থেকে ছাড়া পেতেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) সিবিআই (CBI) তলব করল। সূত্রের খবর, আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। গতকাল রাতে এসএসকেএম (SSKM) থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে ছাড়া পেয়ে চিনার পার্কের ফ্ল্যাটে আছেন তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাপতি। দীর্ঘ ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার ২৪ ঘণ্টার মধ্যে গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে হাজিরার নোটিস পাঠাল সিবিআই। এখনও অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি কী পদক্ষেপ নেবেন তাও জানা যায়নি।
এসএসকেএমে অনুব্রত
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার আগের দিন বোলপুর থেকে কলকাতায় চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত। গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। যেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। সুগার, প্রেশার, সিওপিডি, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা ছিল তাঁর।
সিবিআইয়ের পদক্ষেপের দিকে নজর ছিল
হাসপাতাল থেকে অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পর সবার নজর ছিল আপাতত সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে। আগেও বেশ কয়েকবার সিবিআই হাজিরায় 'অসুস্থতার' কারণে যেতে পারেননি অনুব্রত মণ্ডল। এসএসকেএমে ভর্তি হওয়ার পর তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, অসুস্থতা সারিয়ে উঠলেই সিবিআই-য়ের তদন্তে প্রয়োজনীয় সব সহযোগিতা করবেন তিনি। মাঝে অনুব্রত মণ্ডল হাসপাতালে থাকার সময় সিবিআই-এর তরফেও কোনও পদক্ষেপ করা হয়নি। তবে তিনি ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টা কাটার আগেই ফের নিজাম প্যালেসে তলব করা হল তৃণমূল নেতাকে।
আরও পড়ুন- উডবার্ন কি হাসপাতাল, না কয়েদিদের আশ্রয়খানা? ফের বিস্ফোরক কুণাল, নিশানায় রাজ্যের মন্ত্রী