Murshidabad News:ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে, ধৃত ১
Arms Recovery: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। এবার রেজিনগরের আন্দুলবেড়িয়ার একটি ইটভাটার কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। গ্রেফতার ১।
আশিস বাগচি, মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অস্ত্র উদ্ধার (Arms Recovery) মুর্শিদাবাদে (Murshidabad)। এবার রেজিনগরের আন্দুলবেড়িয়ার একটি ইটভাটার কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। গ্রেফতার ১ (1 Arrested)।
কী ঘটেছিল?
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই কি রাজ্যের নানা প্রান্ত থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা বেশি নজরে পড়ছে? প্রশ্ন তুলছেন অনেকেই। মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা সেই তালিকাতেই নতুন সংযোজন। ইটভাটার কাছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। গ্রেফতার করা হয়েছে ফারুক মল্লিক নামে এক দুষ্কৃতিকে। ধৃতের কাছ থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলিও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বার বার অস্ত্র উদ্ধার...
গত ডিসেম্বরেও বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছিল। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই জেলা মুর্শিদাবাদ ও মালদা থেকে খোঁজ মেলে বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজের। পুলিশের জালে পড়ে একাধিক সন্দেহভাজন অস্ত্রকারবারি। বেআইনি অস্ত্রের রমরমা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হয়েছেন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে ঘটনার দিন সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে তারা। উদ্ধার হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি। কী উদ্দেশ্যে, কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল? সেই তদন্ত শুরু করে পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু করে তার তদন্ত শুরু করে। মুর্শিদাবাদের রেজিনগরেও পুলিশি অভিযানে উদ্ধার হয় একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারি নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে দেদার বেআইনি অস্ত্র উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনিয়ে একযোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানায় বিরোধীরা।
তুঙ্গে তরজা:
মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি শাখারভ সরকার তখন বলেছিলেন, 'রেজিনগর, বেলডাঙা, ডোমকল, জলঙ্গি বিধানসভা কেন্দ্রে বোমা গুলি শিল্পে পরিণত হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের দমাতেই এত অস্ত্র।' সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমানের অভিযোগ, 'ডোমকলকে অশান্ত করার চেষ্টা।' মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, 'মুখ্যমন্ত্রী বলার পরেও সব অস্ত্র উদ্ধার হয়নি। পঞ্চায়েতে ভোটের আগে যা অস্ত্র উদ্ধার হবে তাতে চিনের সঙ্গে ৬ মাস যুদ্ধ করা যাবে।' বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দেয় তৃণমূল।