Arpita Mukherjee: অর্পিতার জীবন বিমার বার্ষিক প্রিমিয়াম ছিল প্রায় দেড় কোটি, কে দিতেন এই টাকা?
Partha Chatterjee: পার্থর মোবাইল ফোন থেকেই এই তথ্য মিলেছে। এর মধ্যে কোনও পলিসির বার্ষিক প্রিমিয়াম ছিল ৫০ হাজার, কোনওটির ৪৫ হাজার টাকা।

কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) জীবন বিমার বার্ষিক প্রিমিয়ামই ছিল প্রায় দেড় কোটি টাকা। সেই টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) চার্জশিটে উল্লেখ ইডি-র (Enforcement Directorate)। সূত্রের খবর, চার্জশিটে ইডি-র দাবি, অর্পিতার ৩১টি জীবনবিমার অধিকাংশেরই নমিনি ছিলেন পার্থ। পার্থর মোবাইল ফোন থেকেই এই তথ্য মিলেছে। এর মধ্যে কোনও পলিসির বার্ষিক প্রিমিয়াম ছিল ৫০ হাজার, কোনওটির ৪৫ হাজার টাকা।
চার্জশিট পেশ: SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা দিল ইডি। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নাম রয়েছে। ED’র তরফে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা’র ১০৩ কোটি ১০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে চার্জশিটে।
হঠাৎই হানা ও গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। জালে তাঁর ঘনিষ্ঠ অর্পিতাও। দক্ষিণ থেকে উত্তর। কোটি কোটি টাকা উদ্ধার, গয়না উদ্ধার, কলকাতা (Kolkata) থেকে শান্তিনিকেতন। একের পর এক সম্পত্তির খোঁজ। সুদৃশ্য বাড়ি, প্রচুর জমি, এই সব ঘটনা নাড়িয়ে দিয়েছে বঙ্গবাসীকে, আর এই আবহেই SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা দিল ইডি। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিল তারা। চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের।
কোটি কোটি টাকার সম্পত্তি: চার্জশিটে ED’র তরফে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা’র ১০৩ কোটি ১০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে। ১৭২ পাতার চার্জশিট-সহ ১৪ হাজার ৬৪০ পাতার নথি আদালতে জমা দিয়েছে ইডি। তার মধ্যে রয়েছে ৪৩ জনের বয়ানের রেকর্ড। ED সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের কপিও চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়। এছাড়াও চার্জশিটে উল্লেখ রয়েছে ৬টি কোম্পানিরও।
ED’র চার্জশিটে যে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা এবং ৫ কোটি টাকার সোনা। এছাড়াও নামে-বেনামে ফ্ল্যাট, ফার্ম হাউস, অভিজাত এলাকায় জমির কথা চার্জশিটে উল্লেখ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি ৩৩ লক্ষ টাকা। এর পাশাপাশি, পার্থ-অর্পিতার ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করার কথা ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া ED’র চার্জশিটে বলা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ফের এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করবে ED।
বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়: উল্লেখ্য, গতকালই নিয়োগ দুর্নীতি মামলা সিবিআইয়ের জেরায় বিস্ফোরক দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই সূত্রে দাবি, জেরায় প্রাক্তন শিক্ষামন্ত্রী দায় চাপিয়েছেন দফতরের আধিকারিকদের ঘাড়ে। পার্থর দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। তিনি শুধু দফতরের ফাইলে সই করতেন। তাঁর ভূমিকা সীমিত ছিল। আধিকারিকদের উপর ভরসা করেছিলেন বলেও দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। খবর সিবিআই সূত্রে। পার্থর বয়ানের সূত্র ধরে এবার শিক্ষা দফতরের আধিকারিকদের ডাকতে পারে সিবিআই। প্রয়োজনে পার্থর মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনা। খবর সিবিআই সূত্রে।
আরও পড়ুন: SSC Scam: 'নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগ ছিল সুবীরেশের', অ্যারেস্ট মেমোতে উল্লেখ সিবিআই-র






















