Asansol Municipal Poll Result 2022: প্রাপ্ত ভোট এক ! আসানসোলে টসে জয়ী তৃণমূলের আশা প্রসাদ
Asansol Municipal Poll Result 2022: নির্বাচন কমিশন সূত্রের খবর, আসানসোল পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে বামপ্রার্থী তনুশ্রী রায় এবং তৃণমূল কংগ্রেসের আশা প্রসাদ, এঁরা দুজনেই ২ হাজার ৩৫৮টি করে ভোট পান

আসানসোল : আসানসোলের (Asansol) ৩১ নম্বর ওয়ার্ডে টসে জয়ী তৃণমূলপ্রার্থী (TMC Candidate)। বাম প্রার্থীকে হারিয়ে টস, ভোটে জিতলেন তৃণমূলের আশা প্রসাদ। তৃণমূল-বাম প্রার্থী একই ভোট পাওয়ায় টসের সিদ্ধান্ত নেয় কমিশন।
নির্বাচন কমিশন সূত্রের খবর, আসানসোল পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে বামপ্রার্থী তনুশ্রী রায় এবং তৃণমূল কংগ্রেসের আশা প্রসাদ, এঁরা দুজনেই ২ হাজার ৩৫৮টি করে ভোট পান। অর্থাৎ টাই হয়ে যায়। বামপ্রার্থী তখন দাবি জানান, যেন সঠিকভাবে বিবেচনা করা হয়। যেন কোনও পক্ষপাতিত্ব না করা হয়।
এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় টস করা হবে এবং যিনি জিতবেন তিনিই জয়ী প্রার্থী হিসাবে নির্ধারিত হবেন। সেইমতো টস করা হয় এবং তাতে জয়ী হন তৃণমূলপ্রার্থী।
একনজরে আসানসোলে ভোটের ফলাফল-
৯১টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ৭টিতে জয়ী বিজেপি।
২টিতে জয়ী বামফ্রন্ট, ৩টিতে জয়ী কংগ্রেস, অন্যান্য-৩ ।
আসানসোল, শিলিগুড়িতে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে বিজেপি।
আসানসোল পুরসভায় ৬৪ শতাংশ ভোট পেল তৃণমূল
আসানসোল পুরসভায় ১৭ শতাংশ ভোট পেল বিজেপি
আসানসোল পুরসভায় ১১ শতাংশ ভোট পেল বামফ্রন্ট
আসানসোল পুরসভায় ৪ শতাংশ ভোট পেল কংগ্রেস
আরও পড়ুন ; চার পুরসভাতেই জোড়া ফুলের ঝড়, কোথায় কত শতাংশ ভোট?
প্রসঙ্গত, ভোটের দিন আসানসোলের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসে। ভোট গণনার আগের রাতেও আসানসোলে ধুন্ধুমার বাধে। আসানসোল পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রের সামনে বিজেপি বিক্ষোভ দেখায়। স্ট্রং রুমের সিসি ক্যামেরা একঘণ্টার বেশি বন্ধ ছিল বলে অভিযোগ ওঠে। ভোটে কারচুপির আশঙ্কা করে বিজেপি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। পরে ভোট গণনায় দেখা যায়, কার্যত সবুজ ঝড় উঠেছে এই শিল্পশহরে। ৯১টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল।
উল্লেখ্য, ২৭ নম্বর ওয়ার্ডে ৩৩০০ ভোটে জয়ী জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
