Humayun Kabir : স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এখানে এসেছে, এটাই আমার পাওয়া... : হুমায়ুন কবীর
আমি তো মানুষকে আহ্বান করেছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এখানে এসেছে, এটাই আমার পাওয়া। নতুন দল ঘোষণার আগে এবিপি আনন্দ-র প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের মতামত জানালেন হুমায়ুন। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য নেত্রী হিসাবে মনে করি...আজও। ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকব, নেত্রী হিসাবে যোগ্য মনে করব। কিন্তু, ১৫ বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায়, আর বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়...আকাশ-পাতাল পার্থক্য দেখা দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যি সফ্ট কর্নার আছে। কারণ, একটা ট্যালেন্টেড ছেলে। রাজনীতি করবে পারবেন। আগামী দিনে যোগ্য রাজনীতিক হয়ে ওঠার সম্ভবনা আছে। যদি তিনি নিজের সিদ্ধান্ত নেন...এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন...কিছু তাঁর নাম নিয়ে...কিছু লোকজন যেভাবে মানুষের সঙ্গে অর্থ সংগ্রহ করছেন...এবং আইপ্যাকের কিছু ব্যক্তি, যাদের বাঙালি মুসলমানদের কাছে...."। বললেন হুমায়ুন কবীর

















