News Live Updates: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-শাস্তির মধ্যেই কড়া সিদ্ধান্ত ভারতের, তেল কেনা নিয়ে পড় পদক্ষেপ
West Bengal Live Blog Update: জেলা থেকে রাজ্য, কোথায় কী হচ্ছে, জেনে নিন এক নজরে..
LIVE

Background
কলকাতা: এ যেন পথশ্রীর রাজ্যে হতশ্রী ছবি। টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তাই এবার বাধ্য হয়ে অ্যামবুল্যান্সের বদলে অসুস্থ রোগীকে কলার ভেলায় চাপিয়ে নিয়ে যেতে হল বড় রাস্তা অবধি! গ্রামবাসীদের দাবি, এই দুর্ভোগের কথা জানেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে, বিধায়কও। তবু এত বছরে সুরাহা মেলেনি। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষাকালে প্রতিবছরই প্রায় ৫ থেকে ৬ মাস, ঠিক এভাবেই জলমগ্ন থাকে এলাকা। কোথাও কোমর সমান, কোথাও বুক সমান জল জমে একেবারে স্তব্ধ হয়ে যায় জনজীবন। বড় রাস্তা পর্যন্ত যেতে গেলে, অসুস্থ রোগীদের ভরসা এই কলার ভেলা। সাম্প্রতিককালে বারবার রাজ্যের নানা প্রান্তে চোখে পড়েছে রাস্তার বেহাল দশা! বারবার চরম ভোগান্তি হয়েছে রোগীদের! কোথাও আবার বেহাল রাস্তার জেরে নির্দিষ্ট সময়ে হাসপাতালে নিয়ে যেতে না পারায় মৃত্যুর অভিযোগ অবধি উঠেছে!
একই রকম হতশ্রী রাস্তার ছবি বাঁকুড়াতেও। জল, কাদায় ভরা রাস্তা, দু'পা চলতে গেলেও জীবন বেরিয়ে যায়। যে কোনও সময়ে পিছলে পড়ে হাত-পা ভাঙার ভয় নিয়েই যাতায়াত করতে হয়। বাঁকুড়ার এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছতে গেলে এই ৩০০ মিটার রাস্তা পার করতেই হয় ক্ষুদে পড়ুয়াদের। সারা বছরই বেহাল অবস্থায় থাকে এই কাঁচা রাস্তা, স্কুলের জুতো হাতে নিয়েই এই পথ পার করতে হয় পড়ুয়াদের। বৃষ্টি পড়লে রাস্তার অবস্থা আরও খারাপ হয়। প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় পড়ুয়া থেকে অভিভাবক সকলকেই। খারাপ রাস্তা, জলযন্ত্রণা নিয়ে সমানে চলছে রাজনীতি। আকচাআকচি চলছেই। কিন্তু দুর্ভোগের দিন শেষ হবে কবে? উত্তর অজানা।
বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা। মিড ডে মিল প্রকল্পে কর্মরত রাঁধুনিদের ভাতা বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি ভাতা দ্বিগুণ করা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের রাত প্রহরীদের। বিহার বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর ফলে রাঁধুনিদের ভাতা বেড়ে হতে চলেছে ৩,৩০০ টাকা। অন্যদিকে, নাইট ওয়াচম্যানদের ভাতা দ্বিগুণ হওয়ায় তার পরিমাণ বেড়ে দাঁড়াতে চলেছে ১০ হাজার টাকা। এক্স হ্যান্ডেলে নীতীশ কুমার লিখেছেন, শিক্ষা বিভাগে মিড-ডে মিল কর্মসূচির আওতায় কর্মরত রাঁধুনিদের সাম্মানিক দ্বিগুণ করে ১,৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে, মাধ্যমিক/উচ্চশিক্ষা স্কুলে কর্মরত নৈশপ্রহরীর সাম্মানিক ৫,০০০ টাকা থেকে দ্বিগুণ করে ১০,০০০ টাকা করা হয়েছে।
বিচারের দাবিতে প্রায় ১ বছর, সিজিও অভিযানে 'অভয়া মঞ্চ'। অভয়া মঞ্চের সঙ্গে সিজিও অভিযানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। হাতে ঝাঁটা নিয়ে সিবিআই দফতরে সাফাই অভিযান । স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও অভিযান।
West Bengal News: শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের বিরুদ্ধে রাজবংশীদের বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন
শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের বিরুদ্ধে রাজবংশীদের বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন। সেই অভিযোগের জবাব দিতে গিয়ে ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে রাজবংশী বলে দাবি মেয়র গৌতম দেবের। যদিও ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুন্তল রায়ের দাবি তিনি আদতে রাজবংশীই নন।
Kolkata News: সাউথ ক্য়ালকাটা ল' কলেজে গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্র ও তাঁর দুই শাগরেদ এবং কলেজের নিরাপত্তারক্ষীকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত
সাউথ ক্য়ালকাটা ল' কলেজে গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্র ও তাঁর দুই শাগরেদ এবং কলেজের নিরাপত্তারক্ষীকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। পুলিশের তরফে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আগামী মঙ্গলবার এই মামলার ফের শুনানি।






















