Baguiati Twin Murder: জোড়া খুনের অভিযুক্ত সত্যেন্দ্রকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ
Twin Murder Accused Arrest: ১৮ দিন পর হাওড়া থেকে গ্রেফতার বাগুইআটি জোড়া খুনকাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্র
কলকাতা: গ্রেফতারির পরেও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা বাগুইআটি জোড়া খুনের (Baguiati Twin Murder) অভিযুক্তর। 'অতনুর থেকে নেওয়া বাইক কেনার ৫০ হাজার টাকা চাওয়ায় খুন। বারবার চাওয়ায় টাকা ফেরাতে না পারায় খুন অতনুকে। অতনুর সঙ্গে যাওয়ায় অভিষেককেও খুন।' জেরায় দাবি সত্যেন্দ্রর, দাবি পুলিশ সূত্রের। সত্যেন্দ্রর দাবি মানতে নারাজ তদন্তকারী অফিসাররা। 'অতনুকে খুনে লক্ষাধিক টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করে সত্যেন্দ্র। ৫০ হাজার টাকার জন্য লক্ষাধিক টাকা কেন খরচ করবেন সত্যেন্দ্র?' জানতে নিজেদের হেফাজতে নিয়ে আদালতে আবেদন পুলিশের। সত্যেন্দ্রকে ১৪ দিনের সিআইডি (CID) হেফাজতের নির্দেশ দিল আদালত।
গ্রেফতার সত্যেন্দ্র চৌধুরী: ২ সপ্তাহের বেশি পলিয়ে বেড়ানোর পর কীভাবে ধরা পড়ল সত্যেন্দ্র? পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিল অভিযুক্ত। জোগাড় করে রেখেছিল একাধিক সিম। এরমধ্যে একদিন এক আত্মীয়কে অন্য সিম ববহার করে ফোন করেছিল। পুলিশ সত্যেন্দ্রর আত্মীয়দের ফোনেও ট্যাপ করতে শুরু করে। ইতিমধ্যে টাকা ফুরিয়ে আসছিল সত্যেন্দ্র। আজ টাকার জন্য এক আত্মীয়কে ফোন করা মাত্রই পুলিশ তার হদিশ পায়। সত্যেন্দ্রর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখায় হাওড়া স্টেশন (Howrah Station)। বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Commissionerate) টিম পৌঁছে যায় স্টেশন চত্বরে। সেখানে এক ট্র্যাভেল এজেন্সির অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয় নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে।
মুম্বই পালানোর ছক করেছিল সত্যেন্দ্র: বারবার সিম বদল করেও হল না শেষরক্ষা। বাগুইআটির ২ কিশোরকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বাগুইআটি জোড়া খুনের মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। খুনের পর থেকে পুলিশের নাকের ডগায় থাকত সত্যেন্দ্র! অন্য কোথাও নয়, হাওড়া স্টেশনেই রাত কাটাত সত্যেন্দ্র।হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটাত সত্যেন্দ্র। টাকা দিয়ে ওয়েটিং রুম ভাড়া করে থাকত সত্যেন্দ্র। দিনের বেলায় আশেপাশেই ঘুরত, রাতে থাকত হাওড়া স্টেশনে। সূত্রের খবর, মুম্বই পালানোর ছক করেছিল সত্যেন্দ্র। পুলিশি জেরায় বিস্ফোরক দাবি সত্যেন্দ্রর। এদিকে সত্যেন্দ্র চৌধুরীর গ্রেফতারির খবর পেয়ে বাগুইআটির নিহত ছাত্র অতনু দে’র পরিবার মৃত্যুদণ্ডের দাবি তুলল। কান্নায় ভেঙে পড়ে অতনুর মা ধৃত সত্যেন্দ্রর মৃত্যুদণ্ডের দাবি জানালেন। একই দাবি অতনুর বাবারও।
আরও পড়ুন: Hooghly: গঙ্গা ভাঙন রুখতে উদ্যোগী চন্দননগর কলেজ, তীরবর্তী এলাকায় রোপন করা হল ম্যানগ্রোভের চারা