Bangladesh : 'রিয়াজ এসে বলল, চুপ...রড বার করে এলোপাথাড়ি মার' ফের হামলার শিকার হিন্দু ব্যবসায়ী
হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে টাকার জন্য় রড দিয়ে পিটিয়েছে মৌলবাদী মহম্মদ রিয়াজ। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্টে আক্রান্ত হিন্দু ব্যবসায়ী নিজের যে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন

কলকাতা : ঘৃণা যেন বেড়েই চলেছে। রাখঢাক নয়, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা থেকে রাজনৈতিক নেতারা, খোলাখুলি ভারত বিরোধিতার ডাক দিচ্ছেন। প্রতিদিন আরও আরও বেশি করে বিপন্ন হয়ে পড়ছেন সংখ্যালঘু হিন্দুরা। প্রাণের ভয়ে উড়েছে রাতের ঘুম ! 'কীজানি ওরা বাঁচিয়ে রাখবে কি না', আশঙ্কার কথা শোনা যাচ্ছে বাংলাদেশী হিন্দুদের মুখে। এরই মধ্যে ফের একবার এ ভয়াবহ ভিডিও পোস্ট করলেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস।
ভয়েস অফ বাংলাদেশ হিন্দুজ বলে একটি পেজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও রি-পোস্ট করলেন তিনি। তাতে যে ছবি উঠে এসেছে, তা ভয়ংকর। ভিডিওয় দাবি, ভোলা জেলার তাজুমুদ্দিন উপজেলায় দক্ষিণ খাসেরহাট বাজারে হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে টাকার জন্য় রড দিয়ে পিটিয়েছে মৌলবাদী মহম্মদ রিয়াজ। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্টে আক্রান্ত হিন্দু ব্যবসায়ী নিজের যে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, তা ভয়াবহ !
তিনি বলেছেন, রাতে নিজের দোকানেই বসেছিলেন তিনি। রাত তখন ১১.১০। ওই মুহূর্তে হঠাৎ করে একটা ছেলে নাক-মুখ-চোখ বেঁধে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তারপর আর কোনও কথা নয়, এলোপাথাড়ি মার। বেধড়ক মারের চোটে তিনি পড়ে যান। ভয়ে , যন্ত্রণায় চোখে আঁধার নেমে আসে। ' আমি তখন চোখে-মুখে কিছু দেখছি না। অজ্ঞান হয়ে গেলাম। তারপর চিৎকার শুনে আমার ভাই, বাসার থেকে সবাই এসে, আশেপাশের লোকজন এসে তারা আমাকে টেনে গাড়িতে ওঠাল। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে সবাই বলাবলি করছে, রিয়াজ এসেছিল, রিয়াজই। '
কে এই রিয়াজ ? ভিডিও থেকেই জানা গেল, এই রিয়াজ এলাকার এক মৌলবাদী। প্রাণকৃষ্ণর দোকানেরই এক কর্মচারী, তিনিই জানালেন, আততায়ীর নাম রিয়াজ। 'এসে আমাকে বলল, চুপ। রাত্রে একটা রড বার করে দাদাকে দেখলাম যে, এলোপাথাড়ি মারছে। ১০ মিনিটের মতো পিটিয়েছে। পিটিয়ে এমন রক্তাক্ত করে চলে গেছে। কিছু পরে চিৎকার-চেঁচামেচি করেছি, তারপর মানুষ জড়ো হয়েছে।'
এই ভিডিওতে আরও একবার স্পষ্ট, কতটা ভয়াবহ দিন কাটছে ও-দেশের সংখ্যালঘুদের। কবে শান্ত হবে বাংলাদেশ? আদৌ কি রেহাই পাবে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা?
"Radical Islamist Muhammad Riyaz attacked Hindu businessman Prankrishna Das with a rod for money in South Khaserhat Bazar, Tazumuddin Upazila, Bhola district. #HindusUnderAttackInBangladesh#AllEyesOnBangladeshiHindus pic.twitter.com/c8bxTeUySA
— Voice of Bangladeshi Hindus 🇧🇩 (@VHindus71) December 16, 2024
আরও পড়ুন :






















