Bangladesh India Border: বাংলাদেশ থেকে পাচারকারীদের বাধা দিতেই হামলা, সীমান্তে ফের আক্রান্ত BSF !
BSF Attacked At Bangladesh Border: সীমান্তে বাংলাদেশের উস্কানি অব্যহত, সীমান্ত রক্ষী বাহিনীর উপর পাচারকারীদের ইটবৃষ্টি

কোচবিহার: সীমান্তে বাংলাদেশের উস্কানি অব্যহত। ফের আক্রান্ত BSF। কোচবিহারের নারায়ণগঞ্জ সীমান্তে আক্রান্ত BSF। বাংলাদেশ থেকে পাচারকারীদের বাধা দিতেই হামলা। সীমান্ত রক্ষী বাহিনীর উপর পাচারকারীদের ইটবৃষ্টি । চোরাচালানকারীদের হামলায় আহত ১ BSF জওয়ান। পাচারকারীদের হামলা, পাল্টা শূন্যে গুলি চালাল BSF।
বাংলাদেশে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের উদ্দেশ্যে লাগাতার হুমকি, হুঁশিয়ারি, যুদ্ধজিগির শোনা গেছে সে দেশের নেতাদের গলায়। কখনও সীমান্তে কাঁটাতার লাগাতে বাধা আবার কখনও বিজিবির মদতে ভারতীয় ভূখন্ডে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। গত শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় মালদার সুখদেবপুর সীমান্ত। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ডার গার্ড বাংলাদেশের মদতে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে কয়েক হাজার বাংলাদেশের নাগরিক। কেটে নেয় চাষ করা গম, তুলে নিয়ে যায় চাষের যন্ত্রপাতি। ওপার থেকে উড়ে আসে ইট-পাথর-বোমা। মঙ্গলবারও কোচবিহারের নারায়ণগঞ্জ সীমান্তে পাচারকারীদের বাধা দিতে গেলে আক্রান্ত হয় BSF।
সম্প্রতি কাঁটাতার লাগাতে বাধা দেওয়ার অভিযোগে তুলকালাম বাধে মালদার বৈষ্ণবনগর কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তেও। এই প্রেক্ষাপটে বিএসএফের দায়িত্ব মনে করিয়ে স্থানীয়দের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওপার বাংলায় একটু সমস্যা হচ্ছে, কিন্তু BSF-এর সঙ্গে, বর্ডার দেখার দায়িত্ব BSF-এর, যদি কোনও অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন BSF-এর সঙ্গে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না, আর পুলিশকে বলব মাইকে প্রচার করে বলবেন, যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে।'
সম্প্রতি রাজ্যে একের পর এক আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি ধরা পড়েছে। তাদের অনেকেই বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে ঢুকেছে। কেউ কেউ এখানে এসে ভুয়ো নথি দিয়ে তৈরি করে ফেলে ভারতীয় ভোটার কার্ড থেকে শুরু করে পাসপোর্টও। এরাজ্যে বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো বসবাসও শুরু করে দেয়। সেনিয়েও সতর্কবার্তা শোনালেন মুখ্যমন্ত্রী।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















