Bangladesh News: বাংলাদেশে নৈরাজ্য ফিরতেই প্রকাশ্যে বঙ্গবন্ধুর হত্যাকারী! 'আমরা হিন্দুত্ববাদী ভারতের..'
Bangladesh Mujibur Murderer Threats India: নোবেল শান্তি প্রাপকের জমানায় বঙ্গবন্ধুর হত্যাকারীর হুঙ্কার!
বাংলাদেশ: বাংলাদেশে নৈরাজ্য ফিরতেই প্রকাশ্যে মুজিবের হত্যাকারী! কট্টরপন্থীদের যুদ্ধের জিগিরের মধ্যেই বঙ্গবন্ধুর খুনির আস্ফালন! নোবেল শান্তি প্রাপকের জমানায় বঙ্গবন্ধুর হত্যাকারীর হুঙ্কার! মৌলবাদীদের পথে বাংলাদেশের যুদ্ধের জিগির, এবার উস্কানি মুজিব হত্যাকারীর! খাদের কিনারায়, আত্মহননের পথে বাংলাদেশ!
বাংলাদেশের বাইরে বসে ভারতের বিরুদ্ধে মেজর ডালিমের উস্কানি !কয়েক দশক অন্তরালে থাকার পর প্রকাশ্যে শরিফুল হক ডালিম। মুজিব হত্যায় অন্যতম অভিযুক্ত মেজর ডালিম।' আমরা হিন্দুত্ববাদী ভারতের কব্জায় চলে গেছি। এই অবস্থা থেকে বেরোতে আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে', না হলে এই বিপ্লব ব্যর্থতায় পরিণত হবে, মন্তব্য মেজর ডালিমের। অরাজকতা শুরু হতেই অনলাইন পোর্টালে মেজর ডালিমের সাক্ষাৎকার। মুজিবর রহমান খুনের পর থেকেই বাংলাদেশ থেকে ফেরার মেজর ডালিম।
প্রসঙ্গত, এবার বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ইউনূসের? (Muhammad Yunus) সূত্র মারফত খবর,'প্রাথমিকের পাঠ্য বই থেকে বাদ মুজিবকে নিয়ে লেখা গদ্য-পদ্য। তৃতীয় শ্রেণির পাঠ্য থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবরের জীবনীও। বাদ দেওয়া হচ্ছে মুজিবের ছোট ছেলে রাসেলকে নিয়ে ইংরেজি গদ্যও', সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের।
'মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' পাকিস্তান সরকার এবং সেনা নিপীড়নের প্রতিবাদে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্সে তাঁর বক্তব্যের শেষার্ধে উচ্চারিত হয়েছিল এই কথাগুলোই। এই মানুষটার জন্যই বিশ্ব মানচিত্রে জায়গা পেয়েছিল বাংলাদেশ। গত অগস্ট মাসে ঢাকার বুকে সেই মুজিবর রহমানেরই সোনালি মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে।
প্রথমে একের পর এক হাতুড়ির ঘা মেরে, পরে আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হয় মূর্তির উপরের অংশ। ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা। আর এবার শুরু হল আরেক স্মৃতিনিধন যজ্ঞ! এবার বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা শুরু করল ইউনূস সরকার। সূত্রের খবর, সে দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB সিদ্ধান্ত নিয়েছে,প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন আসছে।
আরও পড়ুন, সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে এবার কড়া নির্দেশিকা ! যা বলল স্বাস্থ্য দফতর...
বাংলা ও ইংরেজি বই থেকে ৭টি গদ্য ও পদ্য বাদ দেওয়া হচ্ছে। আর নতুন করে ৮টি গদ্য ও পদ্য যুক্ত হচ্ছে। শেখ মুজিবুর রহমানকে নিয়ে ৩টি গদ্য, একটি পদ্য ও একটি জীবনী বাদ দেওয়া হচ্ছে। তৃতীয় শ্রেণির একটি বই থেকে শেখ মুজিবর রহমানের জীবনী বাদ দিয়ে সেখানে জাতীয় চার নেতার জীবনী যোগ করা হচ্ছে। শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা ইংরেজি গদ্যও বাদ দেওয়া হচ্ছে।