West Bengal News Live: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! রয়্যাল বেঙ্গল-আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা
ABP Ananda News Live: জেলা থেকে খবর, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর সকলের আগে জানতে দেখুন এবিপি আনন্দ ও চোখ রাখুন এবিপি লাইভে।
LIVE
Background
কলকাতা: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। ফের দিল্লি থেকে জালে ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। একটি হোটেল থেকেই পাকড়াও ৭। প্রত্যেকের কাছে ছিল ট্যুরিস্ট ভিসা, জাল নথিতে তৈরি পরিচয়পত্র, খবর পুলিশ সূত্রে। দিল্লিতে পাকড়াও ৯ বাংলাদেশি।
২। ঘাঁটি গেড়ে বসে থাকুন সীমান্তে। বাড়াতে হবে স্লিপার সেলের সংখ্যা। ধৃত এবিটি জঙ্গিদের কাছে আসত এমনই নির্দেশ। বাজেয়াপ্ত করা মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য। জঙ্গিদের ফোনে বিস্ফোরক তথ্য।
৩। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় কার্যকলাপ বাড়ানোর নির্দেশ এসেছিল শীর্ষ স্তর থেকে। দক্ষিণ ভারতে নতুন করে লোক পাঠানোও শুরু করেছিল জঙ্গিরা। তাই কেরল গিয়েছিল শাদ রাডি, খবর সূত্রের। দক্ষিণ ভারতেও যাচ্ছিল জঙ্গিরা !
৪। বাংলায় কোথায় ABT-র জাল? খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুলকে ৭ দিনের হেফাজতে চাইল বেঙ্গল STF. বহরমপুর কোর্টে পৌঁছল অসম এসটিএফ-ও। ৭ দিন হেফাজতের আর্জি
৫। বাংলাদেশ থেকে ফিরলেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। ওপারে অত্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর।
৬। মালদার তৃণমূল নেতা খুন। পাঁচদিনের মাথাতেও অধরা মাস্টারমাইন্ড, রহস্য মোটিভ নিয়েও। ফের বিস্ফোরক মৃতের স্ত্রী।
৭। কম্বলে মুড়ে মাদক পাচারের চেষ্টা। মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি ২০ লক্ষ টাকার মাদক। গ্রেফতার মাদক পাচারকারী।
৮। চিনের পর ভারতেও মিলল HMPV-র সংক্রমণ। আক্রান্ত ব্যাঙ্গালোরের ৩ ও ৮ মাসের ২ শিশু। এক শিশু ভর্তি ব্যাপটিস্ট হাসপাতালে। ২ মাসের শিশু সংক্রমিত আমদাবাদেও। ভারতেও HMPV-র সংক্রমণ।
৯। জাল নথি দিয়ে পাসপোর্ট, এখন কে কোথায় লুকিয়ে? এবিপি আনন্দর অন্তর্তদন্তে পাসপোর্ট-চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য! পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতে সক্রিয় স্লিপার সেল, ছড়িয়ে পড়েছে ছদ্মবেশী জঙ্গিরা? কট্টরপন্থীদের পথেই যুদ্ধজিগির বাংলাদেশ সরকারের, সেনা মহড়া।
Malda News Live: পথের কাঁটা সরাতেই মালদার দাপুটে তৃণমূল নেতা খুন?
পথের কাঁটা সরাতেই মালদার দাপুটে তৃণমূল নেতা খুন? ইংরেজবাজার পুরসভার চেয়ারম্য়ান হওয়া আটকাতেই খুন? 'দুলালকে মালদা পুরসভার চেয়ারম্যান করা হবে বলে শুনেছিলাম। ক্ষমতার লোভে খুন, একাধিক লোক আছে। কারা ওকে হিংসা করত সব জানি, সব তথ্য মুখ্যমন্ত্রীকে দেব। খুনের নেপথ্যে একজন নয়, একাধিক লোকের চক্রান্ত। দুলালের থেকে অনেকে পিছিয়ে গেছিল বলে ওর ওপর হিংসা ছিল,' গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে বিস্ফোরক তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী।
West Bengal Live: নেপথ্যে মাস্টারমাইন্ড কে? এখনও রহস্য
মালদায় তাড়া করে তৃণমূল নেতা খুন, ৪দিন পরে এল ফরেন্সিক! যে দোকানে গুলিতে ঝাঁঝরা দুলাল, সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা
কিন্তু কেন খুন দাপুটে নেতা? নেপথ্যে মাস্টারমাইন্ড কে? এখনও রহস্য
Sukanta Majumdar Live News: সুকান্ত মজুমদারের নাম ও ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণার ফাঁদ
সুকান্ত মজুমদারের নাম ও ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণার ফাঁদ, দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি সুকান্তের।
Bagnan News Live: খবর ছড়িয়ে পড়তেই বড় কচ্ছপ দেখতে গ্রামবাসীদের ভিড় জমে যায়
সকালে রূপনারায়ণ নদীতে ভাটা চলার সময় স্থানীয় বাসিন্দারা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে । খবর ছড়িয়ে পড়তেই বড় কচ্ছপ দেখতে গ্রামবাসীদের ভিড় জমে যায় । এলাকার পরিবেশপ্রেমী হিসাবে পরিচিত রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে । কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ইমন ধাড়া-রা ঘটনাস্থলে পৌঁছন ।
Howrah Bagnan News Live: বাগনানে নদীর চরে পাওয়া গেল বিরল প্রজাতির অলিভ রিডলে
বাগনানে (Howrah Bagnan) নদীর চরে পাওয়া গেল বিরল প্রজাতির অলিভ রিডলে (Olive Ridley) কচ্ছপের মৃতদেহ । সোমবার সকালে বাগনানের বাকসীহাটের মানকুরে রূপনারায়ণ নদীর চর থেকে উদ্ধার প্রায় ৪৫ - ৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ । কীভাবে ওই দেহ ভেসে এলো তা এখনও স্পষ্ট নয় ।