Siliguri News: বাংলাদেশি জঙ্গিদের টার্গেটে শিলিগুড়ির চিকেনস নেক ! যোগ্য জবাব দেবে ভারত ?
Terrorists Targeting Siliguri Corridor: জঙ্গিদের নিশানায় শিলিগুড়ি করিডোর ? বাংলাদেশের পলাতক জঙ্গিরা কি ভারতে? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
কলকাতা: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ভারতে আনসারুল্লা বাংলার ৮ জঙ্গি। শিলিগুড়ির চিকেনস নেকই ছিল আল কায়দার শাখা সংগঠনের টার্গেট!বাংলা, অসম, কেরল থেকে ৮ জঙ্গি গ্রেফতারে সন্দেহ পুলিশের । জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন বাংলাদেশের 'আনসারুল্লা বাংলা'
বাংলাদেশের জেল থেকে পলাতক জঙ্গিরা কি ভারতে? অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার মণিরুল শেখ, মহম্মদ আব্বাস আলি। পুলিশ সূত্রে খবর, অগাস্টে বাংলাদেশে অস্থিরতার শুরু। নভেম্বরে ভারতে মহম্মদ শাদ রদির অনুপ্রবেশ। কেরল থেকে গ্রেফতার মহম্মদ শাদ রদি, বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। আনসারুল্লা বাংলার প্রধান, জসিমউদ্দিন রহমানির ঘনিষ্ঠ ইসরাতের নির্দেশেই অনুপ্রবেশ।
অসম ও বাংলায় স্লিপার সেল তৈরির ছক কষছিল ধৃত জঙ্গিরা। বাংলাদেশ ও পাকিস্তানের একাধিক জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল মহম্মদ শাদ রদির। বাজেয়াপ্ত ৪টি পেনড্রাইভ, বাংলাদেশি সার্টিফিকেট-সহ একাধিক ভারত বিরোধী নথি। RSS-এর কয়েকজনকে খুন করার পরিকল্পনা ছিল, দাবি অসম পুলিশ সূত্রের।
বাংলাদেশের পরিস্থিতি যতই অশান্ত হচ্ছে, মৌলবাদী-কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, ততই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে! বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া,পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া,বাংলাদেশি জঙ্গির ধরা পড়া,পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ-আতঙ্ক চরমে উঠছে।
গত দুদিনে ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত ৮ জনের মধ্য়ে ২ জন মুর্শিদাবাদের বাসিন্দা। মহম্মদ আব্বাস আলি হরিহরপাড়ার বাসিন্দা। মগুরার বাসিন্দা মিনারুল শেখ। মুর্শিদাবাদে ধৃত জঙ্গির প্রতিবেশী বলেছেন, ও তো বলল আমি বাচ্চা ছেলে পড়াব। তাই বলে নিয়েছে। দিনে পড়ত। রাতে চলে যেত। ১০ ডিসেম্বর আসাম পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্র মারফত খবর আসে। STF আধিকারিকরা জানতে পারেন, বাংলাদেশ থেকে নাশকতা চালানোর জন্য ভারতে ঢুকেছে বেশ কিছু জঙ্গি।
আরও পড়ুন, 'টাকার বিনিময়ে কারা ভারতে ঢুকতে চায় ? তাদের তথ্য জানতেই বাংলাদেশে যেতেন বারাসাতের সমরেশ' !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।