Bangladesh Unrest: সুন্দরবন জুড়ে হাই অ্যালার্ট! হাতানিয়া-দোয়ানিয়া নদীতে বাড়তি নজরদারি, কী কারণ?
সুন্দরবনের হাতানিয়া-দোয়ানিয়া নদীতে বাড়তি নজরদারি। নদীতে নজরদারি চলছে জোর কদমে

কলকাতা: বাংলাদেশে বিদ্বেষের বিষ। ফের হিন্দু হত্যা। ওপারে নৈরাজ্যের প্রতিবাদ এপারেও। কলকাতা থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ। এদিকে, বাংলাদেশে ফের মৌলবাদীদের তাণ্ডব, ভারতের জল সীমান্তে কড়া নজর। সুন্দরবনের হাতানিয়া-দোয়ানিয়া নদীতে বাড়তি নজরদারি। নদীতে নজরদারি চলছে জোর কদমে, বিশেষ নজর বাংলাদেশি বার্জে। বর্তমান পরিস্থিতিতে সুন্দরবন জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ সুপার।
নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু হত্যার জেরে এপারে প্রতিবাদ। বিজেপির বিক্ষোভে আটকে পড়লেন তৃণমূল সাংসদ। সোদপুরে বিজেপির অবরোধে আটকে পড়লেন সৌগত রায়। সোদপুর-বারাসাত রোডে আটকে পড়েন তৃণমূল সাংসদ। পানিহাটি উৎসবের উদ্বোধনে যাওয়ার পথে আটকে পড়েন সৌগত রায়। গাড়ি থেকে নেমে কিছু হেঁটে গিয়ে অটোয় করে পানিহাটি পৌঁছলেন তৃণমূল সাংসদ।
এমনকী, CIT রোডে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের। বেকবাগানেও হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ। এর পাশাপাশি উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিজেপি বিক্ষোভ দেখায়। ইসলামপুরে বিজেপির বিক্ষোভ-আগুন-অবরোধ। শিলিগুড়িতে হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ, শিলিগুড়িতে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের।
এদিকে, ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির শেষকৃত্য সম্পন্ন হল। শেষকৃত্য অনুষ্ঠানে সামিল হাজার হাজার সমর্থক। 'ময়মনসিংহে দীপু দাস নামের হিন্দু যুবককে খুনের ঘটনায় গ্রেফতার ৭', পোস্ট বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের।
এদিকে এখনও অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। ছায়ানটের পর আগুন লাগানো হয়েছে ঢাকার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় কার্যালয়েও। হাসিনা বিরোধী ছাত্রনেতা ওসমান বিন হাদি খুনের পর থেকেই অগ্নিগর্ভ পদ্মাপাড়ের দেশ। এই আবহেই আজই ঢাকায় দুপুর ২টো নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির শেষকৃত্য সম্পন্ন হবে। তার পর দেহ পাঠানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থল প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশের অন্তবর্তী সরকারের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আর্জি জানানো হয়েছে। বৃহস্পতিবারের তাণ্ডব চালানো হয় বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর অফিসে। অবাধে ভাঙচুর চালিয়ে ধরিয়ে দেওয়া হয় আগুন। অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর ২৭ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ রইল প্রথম আলোর সংস্করণ।






















