Cooch Behar News: বাংলাদেশি নাগরিক মুর্শিদাবাদের মাদ্রাসা শিক্ষক, পাচ্ছিলেন ইমামভাতাও? ফের কাঁটাতার পেরোতে গিয়ে গ্রেফতার
Mekhliganj News: কোচবিহারের মেখলিগঞ্জ থেকে বাংলাদেশের নাগরিক ওই যুবককে গ্রেফতার করেছে BSF.

শুভেন্দু ভট্টাচার্য, মেখলিগঞ্জ: বেআইনি ভাবে ভারতে বসবাসকারী আরও এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার। সীমান্তরক্ষীবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এক যুবক। জানা গিয়েছে, গত চার বছর ধরে মুর্শিদাবাদে বসবাস করছেন তিনি। সেখানে দর্জির কাজ করছিলেন যেমন, তেমনই একটি মসজিদের ইমামও ছিলেন। পাশাপাশি, শিক্ষকতা করতেন মাদ্রাসা স্কুলে। শুধু তাই নয়, অন্যের নামে আসা ইমামভাতাও তুলতেন। (Cooch Behar News)
কোচবিহারের মেখলিগঞ্জ থেকে বাংলাদেশের নাগরিক ওই যুবককে গ্রেফতার করেছে BSF. মেখলিগঞ্জের তিন বিঘা সংলগ্ন অর্জুন ক্যাম্পের কাছে ধরা পড়েন তিনি। তাঁকে গ্রেফতার করেন BSF-এর ৬ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা। জিজ্ঞাসাবাদে ওই যুবককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য় উঠে এসেছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। (Mekhliganj News)
BSF সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেআইনি ভাবে সীমান্ত পেরোচ্ছিলেন ওই যুবক। সেই সময় BSF জওয়ানরা তাঁকে পাকড়াও করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি আদতে বাংলাদেশের কক্সবাজারের বাঝেরপাড়ার বাসিন্দা। যুবকের নাম সেলিমুদ্দিন। বাবা আবুল বাশার আগেই মারা গিয়েছেন। গত চার বছর ধরে মুর্শিদাবাদে বাস করছিলেন। সেখানে দর্জির কাজের পাশাপাশি, মসজিদের ইমাম নিযুক্ত ছিলেন। শিক্ষকতাও করতেন মাদ্রাসা স্কুলে। সেই বাবদ অন্যের নামে আসা ইমাম ভাতার টাকাও হাতে পেতেন।
ধৃত সেলিমউদ্দিনের কাছ থেকে ভারতের আধার কার্ড পাওয়া গিয়েছে। একটি প্যান কার্ডও উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে। তবে কোনও ভোটার পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে তাঁর জন্মের শংসাপত্র উদ্ধার করা গিয়েছে, যাতে স্পষ্ট লেখা তাঁর জন্ম বাংলাদেশে। BSF সূত্রে খবর, বছর চারেক আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়েই পশ্চিমবঙ্গে ঢোকেন তিনি। এতদিন মুর্শিদাবাদেই ছিলেন।
গত চার বছর ধরে সেলিমউদ্দিন মুর্শিদাবাদে কেন ছিলেন, হঠাৎ করে বাংলাদেশে ফিরে যাচ্ছিলেনই বা কেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি। BSF সূত্রে খবর, উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। সাধারণত, বেআইনি ভাবে, বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পারাপারকারীদের BSF আটক করে বং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার BSF-এর হাতেই গ্রেফতার হন সৈলিমউদ্দিন। সন্ধেয় তাঁকে কুচিলিবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।
শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে আসা বহু বাংলাদেশি নাগরিকের খোঁজ মিলেছে। মূলত পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা সীমান্ত দিয়েই বেআইনি ভাবে ভারতে প্রবেশ করার ঘটনা সামনে এসেছে। বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও দিব্যি এদেশের ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, প্যানকার্ড বানিয়ে বসবাস করছিলেন তাঁরা। এমনকি পাসপোর্ট পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন বলে উদাহরণ উঠে এসেছে। পর পর এমন ঘটনায়, একদিকে সীমান্তের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ভুয়ো নথি বানানো এত সহজ হয়ে যাচ্ছে কী করে, প্রশ্ন উঠছে তা নিয়েও।























