Fake Voter Card : 'বাংলার পঞ্চায়েত অফিসে চাকরি করছেন বাংলাদেশি নাগরিক' ! বিস্ফোরক অভিযোগ উঠল এবার বনগাঁয়
Bangladeshi Resident Starts Bengal Government Jobs: বাংলাদেশ থেকে এসে শ্বশুরকে সাজালেন বাবা, ভোটার কার্ড বানিয়ে শুরু করলেন 'সরকারি অফিসে চাকরি ! বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি

সমীরণ পাল, উত্তর ২৪ব পরগনা : বাংলাদেশ থেকে এসে শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড বানিয়ে পঞ্চায়েত অফিসে চাকরি! এমনই অভিযোগ উঠল বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পাটশিমুলিয়া গ্রামের ২৪৯ নম্বর বুথে।
আরও পড়ুন, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি, ঘোষণা ইন্ডিয়া জোটের
বিজেপির অভিযোগ, পঞ্চায়েত অফিসের ভেক্টর কন্ট্রোল টিমের কর্মী সাহিদ মণ্ডল বাংলাদেশের নাগরিক। বনগাঁর বাসিন্দা ওহিদুল মণ্ডল তাঁর শ্বশুর। সাহিদ শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন। এমনকী, সরকারি অফিসে কাজও জুটিয়ে ফেলেছেন বলে বিজেপির দাবি। এ নিয়ে বনগাঁর BDO-র কাছে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির। অভিযুক্তের দাবি, তাঁর পরিবার পারশিমুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত নন বলেও দাবি করেছেন ওই যুবক। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির।
সম্প্রতি উত্তর ২৪ পরগনায় ভুয়ো আধার কার্ড তৈরির পর্দাফাঁস করে বাগদা থানা। প্রসাধনীর দোকানের আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত বিজেপির সক্রিয় কর্মী বলে অভিযোগ তৃণমূলের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিজেপি। উত্তর ২৪ পরগনার বাগদার বানেশ্বরপুর বাজারে ছিমছাম প্রসাধনীর দোকান। স্থানীয় বাসিন্দাদের জন্য টুকটাক অনলাইন ব্যাঙ্কিং, ট্রেনের টিকিট বুকিংয়ের কাজ করতেন দোকানের মালিক রাজকুমার বাড়ুই।
অভিযোগ, এর আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরির কারবার চালাতেন তিনি।পুলিশ সূত্রে দাবি, ভারতীয় নাগরিকদের নথি ব্যবহার করে, ছবি বদলে বাংলাদেশের নাগরিকদের এদেশের ভোটার, আধার কার্ড তৈরি করে দিতেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাজকুমার বাড়ুইয়ের দোকানে হানা দেয় বাগদা থানা। পুলিশ সূত্রে খবর, ৬টি ভুয়ো আধার কার্ড উদ্ধার করা হয়।কম্পিউটার থেকে একাধিক আধার কার্ডের নমুনা মেলে। ধৃত ব্য়াক্তি সক্রিয় বিজেপি কর্মী বলে দাবি করেছে তৃণমূল।
অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে, যাদবপুরের বিক্রমগড় থেকে শান্তা পাল নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পার্কস্ট্রিট থানা। মহিলার কাছে একাধিক বাংলাদেশের নথি আছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তারপরেই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর নামে একাধিক বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয়। ধৃতের কাছ থেকে বাংলাদেশের রিজেন্ট এয়ারওয়েজের এমপ্লয়ি কার্ড ,
ঢাকায় পড়াশোনা সংক্রান্ত নথি ও ভারতের ভোটার, আধার, রেশন কার্ড উদ্ধার হয়েছে। ধৃতের কাছ থেকে মেলা সবকটি ভারতীয় নথির ঠিকানা আলাদা। এরইমধ্য়ে নদিয়ার ধানতলা থেকে ৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়।






















