Bangladeshi Burge Accident: মুড়িগঙ্গায় ডুবছে বাংলাদেশি বার্জ, ফ্লাই অ্যাশ মিশে দূষণের আশঙ্কা ! প্রচুর মানুষ মাছ ধরেন এই নদীতেই..
Bangladeshi Burge Accident Fly Ash pollution Fear: ঘোড়ামারা দ্বীপের পাশে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি বার্জ সি ওয়ার্ল্ড

দক্ষিণ ২৪ পরগনা: ঘোড়ামারা দ্বীপের পাশে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি বার্জ সি ওয়ার্ল্ড। বার্জটি ক্রমশ মুড়িগঙ্গা নদীতে ডুবতে শুরু করেছে।
ফলে বার্জের ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা। চড়াতে ধাক্কা মারার পর দু'ভাগ হয়ে গেছে বার্জটি। এই এলাকায় প্রচুর মানুষ মাছ ধরেন
বার্জটি ডুবে গেলে ফ্লাই অ্যাশ নদীর জলে মিশে দূষণ ছড়াবে। পুরো বিষয়টি কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজর আনা হয়েছে। বার্জের ভারতীয় এজেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ।

দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে বাংলাদেশ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই বার্জ। মুড়িগঙ্গা নদীর চরে ধাক্কা মারার পর ধীরে ধীরে দু টুকরো হয়ে যায় ওই বাংলাদেশি বার্জ। সাগর থানার পুলিশ গিয়ে ১২ জন বাংলাদেশি নাবিককে উদ্ধার করে। বজবজ থেকে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল বাংলাদেশি বার্জ 'সি ওয়ার্ল্ড'। দুর্ঘটনাগ্রস্ত বার্জটি উদ্ধারের জন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তবে বাংলাদেশে যতোই হিন্দু ও সংখ্যালঘুদের উপর বিদ্বেষ চলুক না কেন, এপার বাংলা অন্য নীতিতেই বিশ্বাস রাখে। কেউ বিপদে পড়লে আজও পাশে দাঁড়ানোটাই যে পরম ধর্ম, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসন।
গতবছর সাগরমেলার (Gangasagar Mela 2024) যাত্রাপথেও এমন বিপত্তি সামনে এসেছিল। কাকদ্বীপের লট নং আট ও কচুবেড়িয়ার মাঝামাঝি মুড়িগঙ্গা নদীর চরে আটকে গিয়েছিল দুটি পুণ্যার্থীভর্তি ভেসেল। প্রায় ঘন্টাখানেকের বেশি সময় আটকে ছিল দুটি ভেসেল। তারপর আটকে পড়া পুণ্যার্থীদের জন্য পানীয়জল ও শুকনো খাবার নিয়ে পৌঁছেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা । প্রসঙ্গত, ২০১৩ সালে মুড়িগঙ্গায় ডুবে গিয়েছিল একটি বাংলাদেশি জাহাজ। ডুবে যাওয়া সেই জাহাজের ওপর ১০ বছর ধরে পলি জমতে জমতে তৈরি হয়ে গেছে আস্ত চর। কপিলমুনির আশ্রমে যেতে হলে কাকদ্বীপের লট এইট থেকে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। ওপারে কচুবেড়িয়া। সেখান থেকে আরও এক ঘণ্টার পথ গঙ্গাসাগর। কিন্তু বিপত্তি অন্য জায়গায়। মেলার আগে মুড়িগঙ্গা নদীতে ডুবে থাকা বাংলাদেশি বার্জকে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে না। পরে তা আদৌ কেটে তোলা সম্ভব কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।
আরও পড়ুন, দেউচা পাঁচামিতে কাটা হচ্ছে না গাছ ! তুলে বসানো হল স্কুলের কাছে..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















