Birbhum News: দেউচা পাঁচামিতে কাটা হচ্ছে না গাছ ! তুলে বসানো হল স্কুলের কাছে..
Birbhum Trees Transplantation : বৃক্ষরোপণ নিয়ে ব্যতিক্রমী ছবি বীরভূমে..

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: একটি গাছ, একটি প্রাণ। গাছের মূল্য বোঝাতেই ছোটবেলা থেকেই পাঠ্যবইয়ে স্থান হয়েছে। কিন্তু সমকালীন সময়ে প্রচার ঘাটতি না হলেও, গাছ কেটে ফ্ল্যাট উঠছে ভুরিভুরি। তবে হ্যাঁ, একাধিকবার ঘূর্ণিঝড়ের পর পরিবেশবিদদের সতর্কতায়, এখনও অনেকেই বৃক্ষরোপণের গুরুত্ব বুঝেছে। গাছ লাগানো হচ্ছে পুরসভার তরফেও। এবার সেই বিষয়ে গুরুত্ব দিল বীরভূমও।
বীরভূমে কয়লা খাদানের কাজ শুরু হয়েছে। এবার সেখানের গাছগুলি প্রতিস্থাপন করা হচ্ছে নতুন প্রাইমারি স্কুলের সামনে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। চাঁদা গ্রামের পাশে চাঁদা মাঠে কয়লাখনির কাজ চলছে। সেখানে কয়েকশো গাছ রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগ নিয়েছে সেই গাছগুলি প্রতিস্থাপন করার। তার জন্য বিশেষ যন্ত্র আনা হয়েছে। খননের কাজ হচ্ছে ভাঁড়কাটা পঞ্চায়েতের মথুরাপাহারী, সাগরবাঁধি, গাবারবাঁথান, চাঁদা গ্রামে।কয়লা খাদানের কাজ শুরু হয়েছে। এবার সেখানের গাছ গুলি প্রতিস্থাপন করা হচ্ছে নতুন প্রাইমারি স্কুলের সামনে।
রাজ্য বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠকে বিদ্যুতের দামের প্রসঙ্গ উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর গলায়। দেউচা পাচামির কথা বলতে গিয়ে বিদ্যুতের দাম এবং CESC প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর মতে, আগামী দিন বিদ্যুতের দাম আরও সস্তা হয়ে যাবে। সেটা কীভাবে সম্ভব তারও রূপরেখা জানালেন। মুখ্যমন্ত্রীর কথায়, 'দেউচা-পাচামি থেকে আমরা যে কয়লা পাব, তাতে ১০০ বছর যে বিদ্যুৎ তৈরি করব, সেই পাওয়ারে আমাদের বিদ্যুতের দাম আগামীদিনে...যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে ...অনেক কমে যাবে। রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও, CESC বাড়ায়। মানুষকে অনেকটাই ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই। ওটা স্বশাসিত সংস্থা। সিপিএম থাকাকালীন দিয়ে গেছে। ওদের দিল্লির একটা কী বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে। তা সত্ত্বেও বলছি, আগামী দিনে বিদ্যুতের দাম অনেক সস্তা হয়ে যাবে। এই দেউচা-পাচামিটা হতে পারলে।'
আরও পড়ুন, প্রাথমিকে চাকরির জন্য নাম সুপারিশ দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা ঠাকুরের ! উল্লেখ CBI চার্জশিটে
তিনি আরও বলেন,' দেউচা পাচামি, যেসব জমি ইতিমধ্যে নেওয়া হয়েছে, তাদের অনেক ছেলে-মেয়েকে আমরা কর্মসংস্থান করে দিয়েছি। অনেক ছেলে-মেয়ে হোমগার্ডে চাকরি পেয়েছে। যাঁরা ইচ্ছায় দিয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ । বাড়ি, গাড়ি, স্কুল, কলেজ ও হাসপাতাল সবই এলাকায় তৈরি হবে। তাছাড়াও আমরা একটা ক্ষতিপূরণ বাড়ি-ঘর বই দিচ্ছি। এখন যেটা কাজ শুরু হয়েছে আমাদের জমিতে হচ্ছে। প্লাস আরও কিছু জমি যাঁরা দিতে চাইবেন, আমরা নেব।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
