Bankura: লক্ষ্য পঞ্চায়েত ভোট, 'দুয়ারে যোগদান' তৃণমূলের
Bankura News: বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ার ডাক দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। যা নিয়ে সরব বিরোধীরা।

বাঁকুড়া: বাড়ির সামনেই সরকারি প্রকল্পের কাজের সুবিধা, বাড়ি বসেই হাতে আসবে রেশন (Ration)। অর্থাৎ দুয়ারে সরকার থেকে দুয়ারে রেশন, রাজ্য সরকারের এমন একাধিক প্রকল্প ঘিরে ব্যাপক সাড়া পড়েছিল রাজ্যে। এবার প্রায় সেরকমই পথে হাঁটল শাসক দল তৃণমূলও (TMC)। এবার দলে যোগদান পদ্ধতিতেও সেই পন্থাই নিল বাঁকুড়া (Bankura) জেলা তৃণমূল। সব ঠিক থাকলে আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে বাঁকুড়া এক নম্বর ব্লকে 'দুয়ারে যোগদান' কর্মসূচি শুরু করল তৃণমূল। তার সঙ্গেই ভবিষ্যতে বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ার ডাক দিলেন তৃণমূলের ব্লক সভাপতি।
ঠিক কী বলেছেন তৃণমূল নেতা?
বাঁকুড়া ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগামীদিনে মানুষের রায় নিয়ে বিরোধীশূন্য পঞ্চায়েত করতে চাইছি।'
পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই এখন থেকেই ঘর গোছানোর কাজ করছে জেলার তৃণমূল। দলে যোগদান কর্মসূচিও নেওয়া হচ্ছে। বাঁকুড়া ১ নম্বর ব্লকের আদারথোলের কুমিদ্যা গ্রামে ৪০টি পরিবারের সদস্যদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। দলের পতাকা তুলে দেন বাঁকুড়া ১ নম্বর ব্লক তৃণমূল ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলে যোগদান করানোর জন্যই বাঁকুড়া ১ নম্বর ব্লকের আদারথোল অঞ্চলে কুমিদ্যা গ্রামে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে ৪০টি বিজেপি পরিবারের কাছে যাওয়া হয়। তাঁদের সঙ্গে কথা বলা হয়। তারপরে তৃণমূলের পতাকা (TMC Flag) ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলের তরফে জানানো হয়েছে প্রতি গ্রামে ও বুথে এই কর্মসূচি শুরু হবে। এই ব্লকে ৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ২টি বিজেপি পেয়েছিল। বাকি ৪টি গিয়েছিল তৃণমূলের দখলে।
স্থানীয় তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, উদ্যোগে দুয়ারে যোগদান কর্মসূচি লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে পাখি যোগ করে দুয়ারে যোগদান কর্মসূচি নিল তৃণমূল বিজেপি শূন্য পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এই কর্মসূচি। ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া ১ নম্বর ব্লকের অন্তর্গত ৬ পঞ্চায়েতের মধ্যে দুটি পঞ্চায়েত বিজেপি দখলে যায় বছর ঘুরালে পঞ্চায়েত নির্বাচন তার আগেভাগে তৃণমূল বাঁকুড়া এক নম্বর ব্লকের আদারথোল পঞ্চায়েতের অন্তর্গত কাল পাথর এলাকায় চল্লিশটি পরিবার যারা বিজেপি করত সেই চল্লিশটি পরিবারে হাতে আজ তৃণমূলের পতাকা হাতে তুলে তৃণমূলে যোগদান করানো হয়।
বিজেপির দাবি:
চাপ দিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হচ্ছে, অভিযোগ বিজেপির (BJP)। গোটা বিষয়টিকে কটাক্ষ করেছেন বিজেপি মন্ডল সভাপতি বিকাশ ঘোষ
আরও পড়ুন: নদী গর্ভে রাস্তা থেকে একাধিক বাড়ি, আতঙ্কে ঘর ছাড়া নদীপারের বাসিন্দারা






















