Bankura News: ঝগড়া থামিয়ে আচমকা কামড়, বেঘোরে মৃত্যু বৃদ্ধের, আতঙ্ক বাঁকুড়ায়
Monkey Bite Kills Elderly Man: বৃহস্পতিবার সকালে রুটি কিনতে বেরিয়েছিলেন বাড়ি থেকে।
প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বাঁদরে (Monkey Bite) কামড়ে বেঘোরে মৃত্যু বৃদ্ধের। নিজেদের মধ্যে ঝগড়া করছিল দুই বাঁদর। সেই সময় ওই বৃদ্ধ তাদের সামনে চলে আসেন (Elderly Man Bitten by Monkey)। কিছু বুঝে ওঠার আগে আচমকাই নেমে আসে তাদের মধ্যে একটি বাঁদর। লাফিয়ে পড়ে কামড় বসায় বৃদ্ধকে। তাতে অসম্ভব রক্তপাত শুরু হয় ওই বৃদ্ধের। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে (Monkey Bite Kills Elderly Man)।
ঝগড়া থামিয়ে আচমকা বৃদ্ধকে কামড় বৃদ্ধকে
বাঁকুড়া (Bankura News) জেলার গঙ্গাজলঘাটির ঘটনা। ওই বৃদ্ধ গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত লালপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে রুটি কিনতে বেরিয়েছিলেন বাড়ি থেকে। তখনই এই ঘটনা গটে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বন দফতরের লোকজন এসে যদিও বাঁদর দু’টিকে জঙ্গলে নিয়ে যান। কিন্তু এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
মৃত ব্যক্তির নাম কানাইলাল কুন্ডু। বয়স হয়েছিল ৮২ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে রুটি কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই বৃদ্ধ। তিনি যখন দোকানে এসে পৌঁছন, সেই সময় দুই বাঁধরের মধ্যে ঝগড়া চলছিল। ওই বৃদ্ধকে দেখে আচমকাই তাদের মধ্যে একজন নেমে আসে। ঝাঁপিয়ে পড়ে ওই বৃদ্ধের উপর। কামড় বসায় তাঁর পায়ে। এত জোরে কামড় বসায় যে রক্তপাত শুরু হয় ওই বৃদ্ধের।
আরও পড়ুন: SSC : 'কোনও রাজনৈতিক নেতাকে তদন্তের আওতায় আনতে বাধা নেই', CBI-কে নির্দেশ হাইকোর্টের।Bangla News
বাঁদরের কামড়ে রক্তপাত বন্ধ হয়নি বৃদ্ধের
কেউ কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে যায়। তার পর স্থানীয়রা মিলে তড়িঘড়ি ওই প্রৌঢ়কে সরিয়ে নিয়ে যান। কিন্তু রক্তপাত বন্ধ করা যায়নি। এর পর তড়িঘড়ি স্থানীয়দের উদ্যোগে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধকে। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা মিলেই এ দিন বন দফতরকে খবর দেন। তাঁরা এসে বাঁদর দু’টিকে খাঁচাবন্দি করেন। পরে মানার জঙ্গলে নিয়ে গিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর পর যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বন দফতরের তরফে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।