Bankura News: পড়ুয়ার পাতে কাঁকড়াবিছে! মিড-ডে মিল নিয়ে তুলকালাম বাঁকুড়ায়
Mid Day Meal Agitation: বিষয়টি জেনেও স্কুল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ অভিভাবকদের। অভিযোগ করা হয়েছে ব্লক প্রশাসনে।
![Bankura News: পড়ুয়ার পাতে কাঁকড়াবিছে! মিড-ডে মিল নিয়ে তুলকালাম বাঁকুড়ায় Bankura mid day meal agitation it was alleged that there was a scorpion in the food district news Bankura News: পড়ুয়ার পাতে কাঁকড়াবিছে! মিড-ডে মিল নিয়ে তুলকালাম বাঁকুড়ায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/28/7ad91ffa0f900254514b5d70fca9f68b1719574525084385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: মিড ডে মিলে কাঁকড়া বিছে, ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে, বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।
টিকটিকির পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আস্ত কাঁকড়া বিছে। সেই কাঁকড়া বিছে সহ মিড ডে মিলের খাবার পড়ুয়াদের পরিবেশনও করা হয়। মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাঁকড়া বিছে চোখে পড়ে পড়ুয়াদের। ঘটনাস্থল বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল প্রশাসন দায় এড়ানোয় বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে। বিক্ষোভ দেখানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই আজ বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিল রান্না হয়। নির্দিষ্ট সময়ে রান্না করা খাবার পরিবেশনও করা হয় পড়ুয়াদের। খাবার খেতে গিয়ে এক পড়ুয়া দেখে খাবারের থালায় পড়ে রয়েছে আস্ত কাঁকড়া বিছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকরা ওই পড়ুয়াকে বিষয়টি লুকিয়ে যেতে বলেন বলে অভিযোগ। কিন্তু স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকরা। এরপরই এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে স্কুল ও স্থানীয় লছমনপুর গ্রাম পঞ্চায়েতে। অভিভাবক ও স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তোলা হয়। অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসনকেও। পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, নোংরা পরিবেশে মিড ডে মিল রান্না করার ফলেই এমন ঘটনা ঘটেছে। অভিভাবকদের অভিযোগ বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের প্রশ্ন ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নিত? বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য এখনও মেলেনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টিকে স্কুল কর্তৃপক্ষের এক্তিয়ারভূক্ত বলে দায় এড়িয়েছে বলে অভিযোগ।
স্কুলের রান্নায় ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সবজি। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মালদার (Malda) চাচল ২ নম্বর ব্লকের ঘটনা। পচা-গলা সবজি দিয়ে রান্নার অভিযোগ করে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। চাঁচল ২ ব্লকের গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এ দিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। (Mid Day Meal)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ছাদ ভাঙার পরেই ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী, কেন এমন ঘটনা? কী বললেন তিনি?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)