Delhi Airport Roof Collapse: ছাদ ভাঙার পরেই ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী, কেন এমন ঘটনা? কী বললেন তিনি?
Delhi Airport Terminal 1:দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনার জন্য সরাসরি প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে।
নয়া দিল্লি: দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) দুর্ঘটনায় তড়িঘড়ি পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু। দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে এই দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী।
নিজের X হ্যান্ডেলে ওই ঘটনা নিয়ে পোস্ট করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। একে বৃষ্টি- তার উপর দুর্ঘটনার ফলে বিমান পরিষেবায় বড়সড় ধাক্কা লেগেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সব বিমান পরিষেবা সংস্থাকে যাত্রীদের সাহায্য করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যারা জখম হয়েছেন তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু (Ram Mohan Naidu Kinjarapu) বলেন, 'তদন্ত হবে। এখনই কিছু বলা যাবে না। রিপোর্ট আসবে, তারপর দেখা যাবে। উদ্ধারকাজ চলছে। এখন টার্মিনাল ১ বন্ধ রয়েছে। আপাতত ২ ও ৩ নম্বর টার্মিনাল থেকে বিমান চলাচল হচ্ছে।'
Personally monitoring the roof collapse incident at T1 Delhi Airport. First responders are working at site. Also advised the airlines to assist all affected passengers at T1. The injured have been evacuated to hospital. Rescue operations are still ongoing.
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) June 28, 2024
বিরোধীদের তোপ:
দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনার জন্য সরাসরি প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ১০ মার্চ মাসে নরেন্দ্র মোদি তড়িঘড়ি অর্ধনির্মিত টার্মিনাল ওয়ানের উদ্ধোধন করেন বলে অভিযোগ সাকেতের। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন অনিচ্ছাকৃত খুনের মামলা হবে না সেই প্রশ্নও তুলেছেন তিনি। মোদির নির্বাচনে প্রচারে ফায়দা তোলার তাড়াহুড়োতে আজ এই দুর্ঘটনা বলে অভিযোগ তাঁর। যদিও মোদি যেই অংশের উদ্বোধন করেছিলেন, সেই অংশ ভাঙেনি বলে দাবি করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু।
এই ঘটনায় বিজেপিকে আক্রমণে মিলে গিয়েছে সিপিএম-তৃণমূলের সুর। 'সবটাই নির্বাচন কেন্দ্রিক। রামলালা ভিজে যাচ্ছে, বিমানবন্দর ভেঙে পড়ছে। এর জবাব তো দিতে হবে', কটাক্ষ তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। 'নরেন্দ্র মোদি নামের ভদ্রলোক যেদিন থেকে ভারতের গুণগত কাজের পরিবর্তে বিজ্ঞাপনের বহর বেড়েছে', তোপ রাজ্যসভার সাংসদ এবং সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর। 'প্রাকৃতিক দুর্যোগকে ইস্যু তৈরি করছেন বিরোধীরা', পাল্টা তোপ বিজেপি নেতা রাহুল সিনহার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?