(Source: ECI/ABP News/ABP Majha)
Bankura News: গরম পড়তেই জলের জন্য হাহাকার, গাফিলাতির অভিযোগ তুলে পথ অবরোধ বাঁকুড়ায়
Bankura Irregular Water Supply: দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে অনিয়মিতভাবে জল সরবরাহ , জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিরুদ্ধে গাফিলাতির অভিযোগ তুলে পথ অবরোধ বাঁকুড়ায়..
প্রসূণ চক্রবর্তী, বাঁকুড়া: গরম পড়তে না পড়তেই জলের জন্য হাহাকার বিভিন্ন গ্রামে ( Irregular Water Supply )। জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিরুদ্ধে গাফিলাতির অভিযোগ তুলে পথ অবরোধ।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে অনিয়মিত জল সরবরাহ
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে জল সরবরাহ হয় অনিয়মিতভাবে। বছরের অন্যান্য মরশুমে কোনওক্রমে জলের চাহিদা মেটালেও গ্রীষ্ম পড়তেই জলের জন্য হাহাকার শুরু হয়েছে বিভিন্ন গ্রামে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের গাফিলাতির কারণেই এমন অবস্থা অভিযোগ তুলে দেশুড়িয়া মোড় থেকে ফুলবেড়িয়া যাওয়ার রাস্তায় রামহরিপুর মোড়ের কাছে পথ অবরোধ করে বিক্ষোভে (Agitation) ফেটে পড়লেন এলাকাবাসী।
জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিরুদ্ধে গাফিলাতির অভিযোগ
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কাপিষ্টা গ্রাম পঞ্চায়েতের চড়াডিহি, বিড়রা, শুয়াড়া, রামহরিপুর গ্রামে জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন রয়েছে। এই পাইপ লাইন থেকেই গ্রামের মানুষ পানীয় জল থেকে শুরু করে গৃহস্থালির প্রয়োজনীয় জল সংগ্রহ করতেন। কিন্তু সম্প্রতি পাইপ লাইনের সেই জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে বলে অভিযোগ।
রাস্তায় নেমে পথ অবরোধের পথে হাঁটলেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, অন্যান্য মরশুমে নলবাহিত পানীয় জল না মিললেও কোনওক্রমে পরিস্থিতি সামাল দিতেন গ্রামের মানুষ। কিন্তু গ্রীষ্ম পড়তে না পড়তেই ওই এলাকায় জলের বিকল্প উৎসগুলি শুকিয়ে যাওয়ায় চরম জলকষ্ট শুরু হয়েছে গ্রামগুলিতে। এই পরিস্থিতিতে বারবার জল সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে জানিয়েও লাভ না হওয়ায় এবার রাস্তায় নেমে পথ অবরোধের পথে হাঁটলেন স্থানীয়রা।
আরও পড়ুন, রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগ, দেবাংশুর বিরুদ্ধে কমিশনে BJP
প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা
আজ বাঁকুড়ার দেশুড়িয়া মোড় থেকে ফুলবেড়িয়া মোড় যাওয়ার রাস্তায় রামহরিপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ। খবর পেয়ে স্থানীয় কাপিষ্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করলেও লিখিত প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা। গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের দাবী পঞ্চায়েতে আগে কোনো অভিযোগ জমা পড়েনি। তা সত্বেও জনস্বাস্থ্য কারিগরি দফতর ও ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। এই বিষয় নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি শাসক দলকে।