Bankura news: বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে বাড়িতে ঢোকানো কেন, গৃহকর্তাকে হুমকি দেওয়ায় অভিযুক্ত INTTUC নেতা
Bankura news: সরাসরি ওই বাড়ির মালিককে হুমকি দিতেও শোনা যায় শ্যামসুন্দরকে। নির্দল প্রার্থীকে বৈঠক করতে দেওয়া হল কেন, প্রশ্ন ছোড়েন বাড়ির মালিককে।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দলনেত্রীর বার্তার পরেও অসন্তোষ আটকে রাখা যায়নি। তার মধ্যেই এ বার দলের অস্বস্তি বাড়ালেন বাঁকুড়ার (Bankura News) তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা (TMC)। নির্দল প্রার্থীকে বাড়িতে বৈঠক করতে দেওয়ায় প্রকাশ্যে এক বাড়ি মালিককে হুমকি দিতে শোনা গেল তাঁকে। বাড়িতে তালা ঝুলিয়ে দেবেন বলে হুমকি দেন তিনি। যদিও ভিডিওটি সামনে আসতে সাফাই দিয়েছেন ওই নেতা। তাঁর দাবি, নির্দল প্রার্থী টাকা বিলি করছিলেন। তিনি তার প্রতিবাদ করেন মাত্র।
বাঁকুড়া পুরসভার (West Bengal Municipal Election 2022) ৩ নম্বর ওয়ার্ডের শীটপুকুর লেনের ঘটনা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তৃণমূলের তরফে টিকিট মেলেনি। তাই এ বার সেখানে নির্দল হিসবে ভোটে দাঁড়িয়েছেন জোড়াফুল শিবিরের বিক্ষুব্ধ নেত্রী ছায়া পাত্র। জোরকদমে প্রচারও চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রচার কর্মসূচির আওতায়ই বৃহস্পতিবার এলাকার একটি বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে বৈঠক করেন ছায়া। সুবিধা-অসুবিধার কথা জানতে চান সকলের কাছে। তিনি জয়ী হলে কী কী পদক্ষেপ করবেন, সেই সব বিশদে ব্যাখ্যা করেন।
বিষয়টি কানে পৌঁছতেই ওই বাড়ির কাছে ছুটে আসেন বাঁকুড়া আইএনটিটিইউসি-র (INTTUC) শহর সভাপতি শ্যামসুন্দর দত্ত। তৃণমূল কর্মী এবং সমর্থকদের নিয়ে সেখানে ভিড় করেন তিনি। বিক্ষোভ দেখান সকলে মিলে। সরাসরি ওই বাড়ির মালিককে হুমকি দিতেও শোনা যায় শ্যামসুন্দরকে। নির্দল প্রার্থীকে বৈঠক করতে দেওয়া হল কেন, প্রশ্ন ছোড়েন বাড়ির মালিককে। বাড়িতে তালা ঝুলিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দেন।
এ নিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করেননি ওই বাড়ির মালিক সপরজিৎ লাবা। তবে বিষয়টি চাউর হতেই অস্বস্তিতে পড়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাতে কৈফেয়ত দিতে এগিয়ে এসেছেন শ্যামসুন্দরও। তাঁর দাবি, নির্দল প্রার্থী এলাকায় টাকা বিলি করছিলেন। ভোট পেতে সাধারণ মানুষকে টোপ দিচ্ছিলেন। তারই প্রতিবাদ করেন তিনি।
পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই জায়গায় জায়গায় তৃণমূলের অন্দরে অশান্তি দেখা দিয়েছে। প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশঅন তুলেছেন অনেকে। এমনকি দলের যুক্তির তোয়াক্কা না করে নির্দল প্রার্থী হিসেবে নামও লিখিয়ে ফেলেছেন তাঁরা। এমন নেতা-নেত্রীদের বহিষ্কার করে যদিও কড়া পদক্ষেপ শুরু করে দিয়েছে তৃণমূল। তবে অসন্তোষ চাপা থাকছে না। সেই পরিস্থিতিতে প্রকাশ্যে এক বাসিন্দাকে দলের নেতা হুমকি দেওয়ায় দলের অস্বস্তি আরও বেড়েছে। তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে বলে কটাক্ষ করেছে বিজেপি-ও (BJP)।