Bankura News: ঝড়ে উড়ে গিয়েছে বাড়ির চাল, আকাশের নিচে বসবাস কুড়িটি পরিবারের
Storm Damage: আকাশের নিচেই চলছে রান্না-বান্না এবং বসবাস। ঘটনার কথা জানার পরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ছাতনা ব্লক প্রশাসন।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মঙ্গলবার রাতের ঝড়ে বাড়ির চাল উড়ে গিয়েছে প্রায় কুড়িটি পরিবারের। বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই আশ্রয় নিতে বাধ্য হলেন বহু মানুষ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) ছাতনার মেট্যাপাড়া এলাকায়।
ঝড়ে বাড়ির চাল উড়ে গিয়ে আশ্রয়হীন একাধিক পরিবার-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতের ঝড়ে প্রায় কুড়িটি বাড়ির চাল উড়ে গিয়েছে। এখন বাধ্য হয়ে খোলা আকারশের নিচেই আশ্রয় নিয়েছেন ওই সকল পরিবারের সদস্যরা। আকাশের নিচেই চলছে রান্না-বান্না এবং বসবাস। ঘটনার কথা জানার পরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ছাতনা ব্লক প্রশাসন। সূত্রের খবর, গতকাল সারাদিন প্রবল গরমের পর রাতের দিকে বাঁকুড়ার ছাতনা ব্লকের মেট্যাপাড়া এলাকায় মেঘ জমে আকাশ কালো হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। আচমকা ঝড়ে উড়ে যায় ছাতনার মেট্যাপাড়া এলাকার প্রায় কুড়িটি বাড়ির চাল। জানা গিয়েছে, চালগুলি অ্যাজবেস্টার্স, টিন ও টালির ছিল। তারমধ্যে বেশ কয়েকটি বাড়ি বাংলা আবাশ যোজনারও ছিল। ঝড়ে বাড়ির চাল উড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা আশ্রয়হীন হয়ে পড়েন। বাড়িতে রয়েছে শিশু এবং মহিলাও। ফলে তাঁদের নিয়ে খোলা আকাশের নিচেই আশ্রয় নিতে বাধ্য হন তাঁরা। সেখানেই চলছে বসবাস এবং রান্না-বান্না। রাত কাটতেই ওঠে চড়া রোদ। তার সঙ্গে ফের প্রবল গরম। তীব্র গরমের হাত থেকে শিশুদের রক্ষা করতে গাছের নিচে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
আরও পড়ুন - Bankura: বাঁকুড়ায় শুরু গন্ধেশ্বরী নদী সংস্কার, শুরু রাজনৈতিক তরজা
অভিযোগ উঠেছে, ঝড়ে বাড়ির চাল উড়ে যাওয়ার ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে পৌঁছয়নি কোনও ত্রাণ। এর ফলে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যেই ছাতনা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানান হয়েছে যে, ক্ষয়ক্ষতির বিষয়টি সম্পর্কে তাঁদের কাছে খবর এসেছে। ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ফের যদি ঝড় ওঠে, তাহলে কী হবে? প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি।