Bankura News: মাস ফুরোলেও মেলেনি বেতন, বিক্ষোভ পুরসভার অস্থায়ী কর্মীদের
Bankura Update: বৃহস্পতিবার সকাল থেকে পুরসভার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সোনামুখী পুরসভায় প্রায় ৩৫০ জন অস্থায়ী কর্মচারী রয়েছেন।
![Bankura News: মাস ফুরোলেও মেলেনি বেতন, বিক্ষোভ পুরসভার অস্থায়ী কর্মীদের Bankura, salary problem, non permanent employees of sonamukhi municipality shows agitation in front of office Bankura News: মাস ফুরোলেও মেলেনি বেতন, বিক্ষোভ পুরসভার অস্থায়ী কর্মীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/af2a0d8e54e9f66c97303865fc52a702_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তুহিন অধিকারী, বাঁকুড়া: নির্দিষ্ট সময়ে বেতনের দাবিতে সোনামুখী পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মচারীরা। বেতনের দাবিতে কাজ বন্ধ রেখেছিলেন তাঁরা। কাজ বন্ধ রেখেই বিক্ষোভে সামিল হয়েছেন বাঁকুড়ার সোনামুখী পুরসভার অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে পুরসভার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। পুরসভার সব অস্থায়ী কর্মচারীরাই অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন। সোনামুখী পুরসভায় প্রায় ৩৫০ জন অস্থায়ী কর্মচারী রয়েছেন।
কী অভিযোগ:
বিক্ষোভকারীদের দাবি, এই পুরসভায় কর্মরত অস্থায়ী কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। এমনকি জুন মাস শেষ হলেও, এখনও পর্যন্ত তাঁরা বেতন পাননি। পুরসভার সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বেতন দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। নিজেদের আরও একাধিক দাবি তুলেছেন তাঁরা। নির্দিষ্ট সময়ে বেতন দেওয়ার দাবি করেছেন তাঁরা। তবে এটাই নতুন নয়। এর আগেও এই পুরসভায় বেতন-সমস্যা হয়েছিল। পুরসভা ভোটের আগেই অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। যাঁরা প্রতিদিন পুর কাজকর্ম ঠিকমতো চালান তাঁদের কেন বেতনের জন্য অপেক্ষা করতে হবে, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা। বারবার বেতন নিয়ে সমস্যা হওয়ায় এবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা। সময়ে বেতন না পাওয়ায় সংসার চালাতেও কার্যত নাজেহাল হতে হচ্ছে তাঁদের।
বিজেপির খোঁচা:
সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী এই নিয়ে রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, 'সরকার মেলা, খেলাতে দেদার টাকা খরচ করছে। অথচ নিয়মিত পরিষেবা দিয়েও এই মানুষগুলি বেতন পাচ্ছেন না। বিজেপি এই পুরসভায় ক্ষমতায় এলে এই অব্যবস্থার অবসান হবে।'
কী বলছে পুরকর্তৃপক্ষ:
সোনামুখী পুরসভার পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায় বলেন, 'অপরিকল্পিতভাবে প্রয়োজনীয় কর্মচারীর থেকে বেশি কর্মচারী নিয়োগ হয়েছে বিগত দিনে। সে কারণেই বেতন নিয়ে সমস্যা হচ্ছে।' এই সমস্যার সমাধান কীভাবে করা যায়, তার চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সারা গায়ে আঘাতের চিহ্ন, ছিন্নবস্ত্র! মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)