Rajarhat News: সারা গায়ে আঘাতের চিহ্ন, ছিন্নবস্ত্র! মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের।
রাজারহাট: এক মহিলার প্রায় বিবস্ত্র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজারহাট (Rajarhat) থানার গড়াগড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের।
পুলিশ জানতে পেরেছে, সকালে ওই মহিলা মাঠে কাজ করতে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। মাঠে উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ জানিয়েছে, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কয়েকজনকে।
পশ্চিম মেদিনীপুরে দেহ উদ্ধার: ilken খড়গপুর আইআইটি-র আবাসনে রহস্যমৃত্যু u/ রাজ্য়ের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের (Saumen Kumar Mahapatra) ভাগ্নির। খড়গপুর আইআইটি-র (Kharagpur IIT Quarter) আবাসনের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদ থেকে তিনি আত্মঘাতী (Alleged Suicide) হয়ে থাকবেন। তবে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করতে সবদিক খতিয়ে দেখা শুরু হয়।
কিছুদিন আগে মালদায় স্কুল ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় সূত্রের খবর, পুরাতন মালদার হালনা গ্রামের বাসিন্দা ১৬ বছরের ওই স্কুলছাত্রী (School Student) গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিল। তন্ন তন্ন করে খোঁজখবর করেও মেয়ের হদিস না পেয়ে শেষমেশ মালদা থানায় অপহরণের অভিযোগ জানায় পরিবার। তার পর অনেকটা সময় কেটে গিয়েছিল। হঠাৎ বুধবার সকালে গ্রামেরই পরিত্যক্ত একটি বাড়িতে থোকা থোকা রক্তের দাগ দেখতে পান বাসিন্দাদের একাংশ। খবর যায় পুলিশে। এর পরই চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বাড়িটি থেকে লেডিজ ব্যাগ, অন্তর্বাস ইত্য়াদি উদ্ধার করেন তদন্তকারীরা। কিন্তু কিশোরী কোথায়? তা হলে কি খারাপ কিছু ঘটে গিয়েছে?
জল্পনা শুরু হতেই উঠে আসে শামিম আখতারের নাম। ২১ বছরের ওই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের মুখে শামিম খুনের কথা কবুল করে। জানায়, কিশোরীকে মেরে গ্রামেরই একটি পুকুরে ফেলে দিয়েছে সে। অতঃপর পুকুর দেহ থেকে উদ্ধার হয় দেহ। গ্রেফতার করা হয় শামিমকে। কিন্তু কে শামিম? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শামিম হালনা গ্রামেরই বাসিন্দা। এক সময় ওই স্কুলছাত্রীর সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব ছিল বলেও শোনা যায়। তবে হালে অন্য কারও প্রতি আকৃষ্ট হয়েছিল কিশোরী। তার জেরেই কি খুন? এখনও স্পষ্ট নয়। যদিও আপাতত এছাড়া খুনের অন্য কোনও মোটিভ পায়নি পুলিশ, খবর সূত্রে। ময়নাতদন্তের জন্য দেহ মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।