TMC News: 'বলছে সরকারি অনুদান নেবে না, পারলে মিছিল করে দেখাক', বিরোধীদের 'কুকুর' আক্রমণ, চ্যালেঞ্জ TMC নেতার
Bankura TMC News: তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, 'এঁরা খুব বেড়ে গেছে। বলছে সরকারি অনুদান নেবে না, পারলে মিছিল করে দেখাক।'
বাঁকুড়া: আর জি কর কাণ্ডের আবহে ফের বিতর্কে বাঁকুড়ার তৃণমূল সাংসদ। এবার বিরোধীদের কুকুর বলে আক্রমণ। শুধু তাই নয়, চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন অরূপ চক্রবর্তীর।
কী বলেছেন তিনি?
তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, 'এঁরা খুব বেড়ে গেছে। বলছে সরকারি অনুদান নেবে না, পারলে মিছিল করে দেখাক।' এরপর বিরোধীদের কুকুর বলেও আক্রমণ করেন। তৃণমূল নেত্রীর সুরে দলীয় কর্মীদের 'ফোঁস' করতে নির্দেশও দেন।
তবে পাল্টা দিয়েছে বিজেপিও। বিষ দাঁত দেখাতে এলে মানুষই ভেঙে দেবে, পাল্টা বিজেপির প্রাক্তন সাংসদ সুভাষ সরকারের।
অন্যদিকে, বিজেপি বিধায়ককে প্রকাশ্যে পেটানোর হুমকি কোতুলপুরের তৃণমূল নেতার। তৃণমূলের ব্লক সভাপতির নিশানায় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এলাকায় ঢুকলে অমরনাথ শাখাকে মারব, হুঁশিয়ারি কোতুলপুরের তৃণমূল ব্লক সভাপতির। বিজেপি বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে পেটানোর হুমকি তৃণমূল নেতার। যেমন দল তার তেমন নেতা, পাল্টা কটাক্ষ ওন্দার বিজেপি বিধায়কের।
এদিকে, আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের মধ্যেই বিজেপি কর্মীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর।
আবার, বিজেপি নেতাদের ঠ্য়াং ভেঙে দেওয়ার হুমকি দিলেন বাঁকুড়ার বিষণুপুরের তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান ইউসুফ মণ্ডল। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গতকাল সোনামুখী ব্লকের কাশীপুরে মিছিল ও অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। সেখানে বিষণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ও ধানশিলা পঞ্চায়েতের প্রধান মন্তব্য় করেন, বিজেপি নেতারা অশান্তি পাকানোর চেষ্টা করলে ঝাঁটা, জুতো, খুন্তি হাতে তাদের কোমর থেকে পা পর্যন্ত ঠ্য়াং ভেঙে দিন। শাসক নেতার এই মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ফোঁস করার বার্তার প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে