Barasat Rakhi 2021: বারাসতে ভারতীয় আফগানদের রাখী পরিয়ে সম্প্রীতির বার্তা
দীর্ঘ পাঁচ দশক তাঁরা এই দেশের বাসিন্দা। তবু আফগানিস্তানের কান্দাহারে মন পড়ে রয়েছে তাঁদের। আফগানিস্তানে তালিবানদের অত্যাচার শুরুর পর থেকেই দুশ্চিন্তায় তাঁরা। এখনও বোন ও ভাগ্নে রয়েছে তাঁদের মাতৃভূমিতে।
সমীরণ পাল, বারাসত: আফগানিস্তান জুড়ে শুধুই গুলির শব্দ। রাস্তায় রাস্তায় চলছে তালিবানি-তাণ্ডব! দেশ ছেড়ে পালাতে গিয়ে কখনও বিমান থেকে পড়ে, কখনও আবার বিমানবন্দরের কাছে পদপিষ্ট হয়ে মৃত্যু। একের পর এক হাড়হিম করা ছবিই প্রমাণ করছে আফগানিস্তান এখন তালিবানিস্তান। মৃত্যুপুরীতে আটকে থাকা পরিজনদের জন্য বাড়ছে উদ্বেগ। আর এই পরিস্থিতিতে ওই সব মানুষের মঙ্গল কামনায় আফগানিস্তান থেকে ১,৮৫০ কিমি দূরে ভারতে পালিত হল রাখিবন্ধন উৎসব।
আফগানিদের রাখি বেঁধে সম্প্রতির বার্তা বারাসতে। বারাসত হেলাবটতলা মোড়ে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব করা হয়। সেইখানে শহরে বসবাসকারী আফগানিদের নিয়ে এসে রাখি বন্ধন। দীর্ঘ পাঁচ দশক তারা এই দেশের বাসিন্দা। তবু আফগানিস্তানের কান্দাহারে মন পড়ে রয়েছে তাদের। আফগানিস্তানে তালিবানদের অত্যাচার শুরুর পর থেকেই দুশ্চিন্তায় তাঁরা। এখনও বোন ও ভাগ্নে রয়েছে তাঁদের মাতৃভূমিতে। কিন্তু তালিবান ক্ষমতায় এসে যে ভাবে দেশের নাম ও পতাকা প্লাল্টে দিয়েছে তা তারা মানতে পারছেন না। তাঁদের দাবি তালিবান মুক্ত এক মুক্ত বাতাসের আফগানিস্তান চান তাঁরা। যেখানে অতীতের গৌরব আর নিজের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকবে আফগানিরা। মিরাজ আহমেদ এক ভারতীয় আফগানি। তিনি বলেন, 'ও দেশে আত্মীয়রা আছে, তাঁদের নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। তার মধ্যে এই রাখি পরানোয় একটু হলেও ভাল লাগছে।’
রবিবার দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসব থেকে দেওয়া হল সম্প্রীতির বার্তা। কর্মসূত্রে কলকাতা থাকা আফগানদের হাতে রাখী পরালেন এলাকার মহিলারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত গাঁধী খান আব্দুল গফফর খানের প্রপৌত্রী। সীমান্ত গাঁধীর প্রপৌত্রী ইয়াসমিন নিগার খান বলেন, 'বাঙালিরা আমাদের এভাবে ভালবাসছেন দেখে ভাল লাগছে।'
যত সময় এগোচ্ছে ততই আরও ভয়ঙ্কর হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। এই সময় রাখিবন্ধনের মাধ্যমে ‘পাশে থাকার এই বার্তাই যেন এখন ভরসা জোগাচ্ছে কলকাতায় থাকা আফগানবাসীদের মনে।