Baruipur BJP Leader Murdered: বাঁশ দিয়ে মেরে দেহ জ্বালাল নিজের বাবা-ভাই-TMC কর্মীরা! বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুন!
বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুন! পেট্রল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা নিজের বাবা, ভাইয়ের!

কলকাতা: বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগ। ভিডিও প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার।
তিনি বলেছেন, 'বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে নৃশংসভাবে খুন। বিজেপি বুথ সভাপতিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে প্রথমে। এরপর পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। নিজের বাবা, ভাই ও ২ তৃণমূলকর্মীর হাতে খুন বিজেপি বুথ সভাপতি'। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশের, অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। একেবারে ভিডিও দেখিয়ে তাদের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপি নেতার এও দাবি, 'গোটা ঘটনার ভিডিও তুলেছেন এক কলেজ ছাত্রী, তিনি কোর্টে বয়ানও দিয়েছেন। খুনিরা সবাই তৃণমূল কাউন্সিলরের লোক'। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। বিজেপি নেতার অভিযোগ, 'ওর কাজ কী ছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে একটি সভা করতে যাবেন বলে রাত্রিবেলা ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ আর ফেস্টুন এটা হচ্ছে লাগিয়েছিল।'
তবে বারুইপুরের এসপি পলাশচন্দ্র ঢালি বলেন, 'এই ঘটনায় বিজেপি একটি অভিযোগ করতে এসেছিল। আমরা পরিবারকে অভিযোগ করতে বলেছিলাম। মৃতের মাকে অভিযোগ করতে বলা হয়েছিল। প্রথমে পরিবারের কেউ অভিযোগ করেননি। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে গেছিল। পরে মৃতের কাকা অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে খুনের মামলা রুজু হয়েছে। ঘটনায় মৃতের বাবা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে'।
এদিকে, বারুইপুরের ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্চনা মল্লিকের বক্তব্য, বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগ এটা পারিবারিক বিবাদ, তৃণমূলের কেউ জড়িত নন'।
বিজেপির দাবি, ইতিমধ্যে আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আবার বারুইপুর থানা কলেজ ছাত্রীকে নোটিস পাঠিয়ে সেই ভিডিও চেয়েছে বলে বিজেপির অভিযোগ।























