Partha Chatterjee: চুপ করে থাকুন, আদালতে নিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন পার্থ
আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান পার্থ। তিনি বলেন, চুপ করে থাকুন।

নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর আদালতে সশরীরে হাজির করানো হবে পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ ৭ জনকে। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান পার্থ। তিনি বলেন, চুপ করে থাকুন। গত ২৮ অক্টোবর তাঁদের সশরীরে এজলাসে হাজির করানোর নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। কিন্তু ভার্চুয়াল শুনানির জন্য আবেদন জানায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। যদিও শেষ পর্যন্ত প্রযুক্তিগত কারণে ভার্চুয়াল শুনানি হয়নি। আজ তাঁদের সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেইমতো পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিন্হা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা ও মিডলম্যান অভিযোগে ধৃত প্রদীপ সিং ও প্রসন্ন রায়কে আদালতে হাজির করা হয়।
CBI-এর বিস্ফোরক দাবি: এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, SSC-র প্রাক্তন সচিব অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংকে গত বুধবার আদালতে পেশ করা হয়। সেখানেই এমন দাবি করে সিবিআই।
এ দিন আদালতে সিবিআই জানায়, এঁরা আগে থেকে এঁরা পরিকল্পনা করেছিলেন যে, কীভাবে অপরাধ করতে হবে এবং কীভাবে অপরাধ থেকে বাঁচতে হবে। আদালতে সিবিআই-এর আইনজীবী বলেন, "এঁরা প্রত্যেকে প্রভাবশালী। সিবিআই কী তদন্ত করছে, কাকে ডাকছে, কী তদন্ত করছে, তা এঁরা জেনে নিতেন। সাক্ষীদের কী প্রশ্ন করা হয়েছে, তাও জেনে নিতেন। বাঁচার জন্য রাস্তা তৈরি করার চেষ্টা করেছিলেন।"
অন্যদিকে দিন যত এগোচ্ছে, ততই আরও বেশি করে এজেন্সির জালে জড়িয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ( Manik Bhattacharya ) । এজেন্সির জালে এখন মানিক ভট্টাচার্য। একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে । ইডি এর আগে দাবি করে, মৃত ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। এবার আরও বড় অভিযোগ করেছে ইডি।
চোখ বন্ধ করে বসেছিলেন পার্থ: ED র বিস্ফোরক অভিযোগ, মানিকের দুর্নীতি সম্পর্কে সব জেনেও চোখ বন্ধ করে বসেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) ! অনলাইন ক্লাসের নামে মানিকের প্রতারণার হাত থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে ব্যবস্থা নেওয়া হয়নি । হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে, মানিক সম্পর্কে যে অভিযোগ এসেছে, তা তাঁকেই পাঠিয়ে দিয়েছেন পার্থ ! আদালতে এই দাবি করেছেন ইডি-র ( ED ) আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ নিয়ে যে দুর্নীতি চলছে, মানিক যে তাতে জড়িত ছিলেন, সে সম্পর্কে পুরোটাই জানতেন পার্থ। কিন্তু সব জেনেও তিনি দায়িত্ব পালন করেননি। আদালতে দাবি ইডি-র।
নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) আদালতে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI)। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়-সহ (Partha Chatterjee) অন্য ধৃতরা সকলেই প্রভাবশালী। কী করে অপরাধ করতে হবে, ধরা পড়লে কী ভাবে বাঁচতে হবে, আগে থেকে সব পরিকল্পনা করে রেখেছিলেন তাঁরা সকলে।


















