Jalpaiguri News: ট্রেন ছাড়ার আগেই যন্ত্রাংশ চুরি জলপাইগুড়িতে
জলপাইগুড়ি জংশন (Jalpaiguri Junction) থেকে মঙ্গলবার ছাড়ার কথা ছিল কিষাণ রেলের। ত্রিপুরার আগরতলায় পাঠানোর জন্য, বিশেষ ট্রেনে মজুত করা হয়েছিল বিপুল পরিমাণ আলু।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: আগরতলার (Agartala) উদ্দেশে রওনা দেওয়ার আগেই জলপাইগুড়িতে (Jalpaiguri) চুরি হয়ে গেল কিষাণ রেলের যন্ত্রাংশ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে RPF। তবে মঙ্গলবার ট্রেন ছাড়বে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন সবজি ব্যবসায়ীরা।
জলপাইগুড়ি জংশন (Jalpaiguri Junction) থেকে মঙ্গলবার ছাড়ার কথা ছিল কিষাণ রেলের। ত্রিপুরার আগরতলায় পাঠানোর জন্য, বিশেষ ট্রেনে মজুত করা হয়েছিল বিপুল পরিমাণ আলু। কিন্তু এর মধ্যেই দেখা দেয় বিপত্তি। চুরি হয়ে গেছে, ইঞ্জিন ও বগির সংযোগকারী তার। এক জায়গায় নয়, এভাবে একাধিক জায়গায় তার কেটে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে, মঙ্গলবার কিষাণ রেল ছাড়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
জলপাইগুড়ির ব্যবসায়ী সঞ্জীব ঘোষ বলেন, “আমরা কিষাণ রেল পেয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি চুরি হচ্ছে, যদি এই ট্রেন বন্ধ হয়ে যায়, তাহলে ব্যবসায়ীদের ক্ষতি হয়ে যাবে। আরপিএফের গাফিলতি আছে। ডিএমকে জানিয়েছি।‘’ রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে, শুভঙ্কর রায় নামে একজনকে গ্রেফতার করেছে RPF। রেল পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, চুরির কথা স্বীকার করেছেন ধৃত ব্যক্তি। চুরির ঘটনায় যুক্ত ছিলেন এরকম আরও একজনের নাম করেছেন তিনি। চুরি করা কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে। এখান দেখার মঙ্গলবার সময় মতো কিষাণ রেল ছাড়তে কী উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
এদিকে ট্রেন (Train) থেকে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Exam 2022)। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটেছে। মৃত ছাত্রীর বাড়ি ডামডিম এলাকায়। মৃত ছাত্রীর নাম শ্বেতা চিক বড়াইক। জানা গিয়েছে, গতকাল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। ডামডিমের বেশ কিছু ছাত্রী ওদলাবাড়ি স্কুলে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিতে যাচ্ছিল। ডামডিম থেকে চ্যাংড়াবাধন্ধা প্যাসেঞ্জার ট্রেনে করে ওদলাবাড়ি যাচ্ছিল পরীক্ষার্থীরা। সেই সময় ওদলাবাড়ি রেল সেতুর (Rail Bridge) কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। কীভাবে মৃত্যু হল? খতিয়ে দেখছে রেল পুলিশ।
আরও পড়ুন: Patient Death: চিকিত্সায় দেরি ও গাফিলতির অভিযোগ, চার্নক হাসপাতালে রোগী মৃত্যুতে উত্তেজনা






















