ED on Saayoni: ৫ জুলাই ফের সায়নীকে তলব ED-র
ED summons Saayoni: জিজ্ঞাসাবাদে মেলেনি যুব তৃণমূল সভানেত্রীর সন্তোষজনক উত্তর। ৫ জুলাই ফের সায়নীকে তলব।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির (ED)। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে প্রশ্ন। জিজ্ঞাসাবাদে মেলেনি যুব তৃণমূল সভানেত্রীর সন্তোষজনক উত্তর। ৫ জুলাই ফের সায়নীকে তলব। এদিন শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, সায়নী বলেছেন, 'দেয়ার ইজ নাথিং টু হাইড, একশোবার ডাকলে একশোবার যাব।'
এদিন সায়নী বলেন, 'প্রচারে ছিলাম, ৪৮ ঘণ্টার নোটিসে ডেকে পাঠানো হয়।' সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সায়নী জানান, তিনি তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করবেন। ৪ পাতার প্রশ্নমালা নিয়ে যুব তৃণমূলের সায়নীর সঙ্গে কুন্তলের কী যোগ? তাঁর সম্পত্তির উৎসই বা কী? জানতে চায় ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় তাঁকে প্রশ্ন করা হয়, 'কুন্তলকে চেনেন?' সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়ান সায়নী।
ভোটের মুখে হেনস্থা করতেই এভাবে ডেকে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নির্বাচনের আগে সিবিআই, ইডি নানারকম টিম পাঠিয়ে তৃণমূলকে হেনস্থা করাই উদ্দেশ্য। নবজোয়ারে প্রচুর ভিড় হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। নেতৃত্বকে আক্রমণ করাই লক্ষ্য। সায়নী ঘোষকে ইডি-র তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী শশী পাঁজার।
ইডি সূত্রে দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের একটি সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথি থেকেই প্রথমে সায়নী ঘোষের নাম উঠে আসে। এর বাইরে, একাধিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে সায়নীর নাম সামনে এসেছে বলে দাবি ইডি সূত্রে। সূত্রের দাবি, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তলকে জেরাতেও উঠেছে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীর নাম। এছাড়া একাধিক সাক্ষী তাঁদের বয়ানে সায়নীর নাম বলেছেন।
এর আগে ৩০ জানুয়ারি, দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমি শুনেছি এক অভিনেত্রী তিনটি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই কে তিনি? এই অভিনেত্রীকে দেখতে চাই। তার সিনেমাও দেখতে চাই। অভিনেত্রীর নাম জানিয়ে, ED কে হলফনামা পেশ করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।