Bengal SIR Row : ১০৩ বছরে পা, হাওড়ার প্রবীণ ভোটারের এনুমারেশন ফর্ম আপলোড কমিশনের, উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন BLO
EC On 103 Years Old Women Enumeration Form: হাওড়ার প্রবীণ ভোটারের এনুমারেশন ফর্ম আপলোড, পার্বতী দাসকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন BLO

সুনীত হালদার, হাওড়া : এবার ১০৩ বছর বয়সী প্রবীণ ভোটারের এনুমারেশন ফর্ম জমা এবং আপলোড করল নির্বাচন কমিশন। আজ সকালে শিবপুর বিধানসভা কেন্দ্রের এক বিএলও এই প্রবীণ ভোটারকে গলায় উত্তরীয় জড়িয়ে এবং হাতে ফুল দিয়ে সম্মান জানান। উত্তরে পার্বতী দাস নামে ওই প্রবীণ ভোটার বলেন তিনি এবারও ভোট দেবেন। কারণ দেশের কল্যাণ চান।
আরও পড়ুন, তথ্য যাচাইয়ে ভোটারদের বাড়িতে এবার কমিশনের অবজার্ভার
হাওড়ার রামরাজাতলা মোড়ের কাছে থাকেন ১০৩ বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস
হাওড়ার রামরাজাতলা মোড়ের কাছে থাকেন ১০৩ বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস। ভোটার তালিকায় তাঁর জন্ম তারিখ জ্বলজ্বল করছে ১২ ই আগস্ট ১৯২৩। ২০০২ সালের নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও তাঁর নাম আছে। পার্বতী দেবীর স্বামী বহু বছর আগেই মারা যান। ছেলে, বৌমা এবং আত্মীয় পরিজন নিয়ে বাড়িতেই থাকেন। বয়সের ভারে এখন হাঁটাচলা করতে অসুবিধা হয়। চোখেও ভালো দেখতে পান না। এই পরিস্থিতিতেই গত লোকসভা নির্বাচনে বাড়িতে বসেই ভোট দেন পার্বতী দেবী। আদতে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্রের ২২৭ নম্বর পার্টের ভোটার।
হাওড়ার প্রবীণ ভোটারের এনুমারেশন ফর্ম আপলোড করল নির্বাচন কমিশন
রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে পুরোদমে। কিছুদিন আগে নির্বাচন কমিশনের বিএলও তার বাড়িতে এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে যান। তার পরিবারের লোক সেই ফর্ম পূরণ করেন। তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএলও রুপা লাহিড়ী এবং বিএলএ টু অমর দত্ত এলাকার সবচেয়ে প্রবীণ ভোটার হিসাবে তাকে সম্বর্ধনা দেন। তার বাড়িতেই তাকে গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। হাতে গোলাপ ফুল দেওয়া হয়। এতে খুশি পার্বতী দাস।
এবারেও ভোট দিতে চান ১০৩ বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস, কারণ তিনি দেশের কল্যান চান
তিনি বলেন আগেও তিনি ভোট দিয়েছেন। এবারেও তিনি ভোট দিতে চান। কারণ তিনি দেশের কল্যান চান। বিএলও বলেন তিনি প্রবীণতম ভোটার। এখনো তিনি চিন্তা করতে পারছেন। দেশের কল্যান চাইছেন। এই ধরনের মানুষ যতদিন বাঁচবেন ততই দেশের মঙ্গল। বিএলএ টু অমর দত্ত বলেন, এইরকম একজন প্রবীণ নাগরিককে সামনে পেয়ে খুব ভালো লাগছে। তার এনুমারেশন ফর্ম পূরণ এবং আপলোড করা হয়ে গেছে।






















