Bengal SIR Row : 'কেন ঠিকমতো কাজ করতে পারেননি ?', বেলেঘাটার ৭ BLO-কে শো-কজ কমিশনের
EC On BLO : ডিজিটাইজেশনের গতি ধীর, বেলেঘাটার ৭ BLO-কে শো-কজ, সন্তোষজনক জবাব না পেলে শাস্তিমূলক ব্যবস্থা, হুঁশিয়ারি নির্বাচন কমিশনের।

উত্তর ২৪ পরগনা: ডিজিটাইজেশনের গতি ধীর, বেলেঘাটার ৭ BLO-কে শো-কজ। আজ দুপুরের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। সংগ্রহ করা ফর্মের ৩০ শতাংশ ডিজিটাইজ করার নির্দেশ ছিল কমিশনের। এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে মাত্র ৪ থেকে ৮ শতাংশ , খবর সূত্রের। কেন ঠিকমতো কাজ করতে পারেননি, জানতে চেয়ে BLO-দের জবাব তলব কমিশনের। সন্তোষজনক জবাব না পেলে শাস্তিমূলক ব্যবস্থা, হুঁশিয়ারি নির্বাচন কমিশনের।
আরও পড়ুন, কয়লা মাফিয়াদের বিরুদ্ধে ফের রাজ্য জুড়ে ED-র হানা, সল্টলেক ও হাওড়ায় একযোগে তল্লাশি
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নিত্য়নতুন নির্দেশিকা ও ডেডলাইন, সঙ্গে শাসক ও বিরোধীপক্ষের হুমকি-হুঁশিয়ারি, এসবের মধ্য়ে কার্যত হাঁসফাঁস করছেন BLO-রা। এদিকে, BLO-দের চাপের জন্য়, তৃণমূল সরকারকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। BLO-দের OTP শেয়ার করতে চাপ দেওয়া হচ্ছে.... নির্বাচন কমিশনে এমনই অভিযোগ জানিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। ব্রেন স্ট্রোক, সেরিব্রাল অ্য়াটাক, আচমকা অসুস্থ, প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ নথি-পত্র ফেলে কান্নাকাটি করছেন BLO-দের একাংশ। এই প্য়াকেজে ইউজ হয়েছে। এর নেপথ্য়ে কী? কাজের চাপ? অসম্ভব মানসিক চাপ? না কি দুইই?
BLO-রা বলছেন, SIR-এর কাজ করতে গিয়ে এক এক সময় এক একরকম সমস্য়ার সম্মুখীন হতে হচ্ছে! যাদবপুরের BLO দেবপ্রসাদ মজুমদার। তাঁর বক্তব্য়, BLO-APP-এর সমস্য়ার জন্য়, বৃহস্পতিবার সারাদিন ফর্ম স্ক্য়ানিংয়ের কাজ তিনি করতেই পারেননি। যাদবপুর BLO দেবপ্রসাদ মজুমদার বলেন, স্ক্য়ানিং-এর ক্ষেত্রে খুব সমস্য়া হচ্ছে। আজ সারাদিন অ্য়াপে স্ক্য়ানিং করা যায়নি। দুপুর সাড়ে ৩ টে এখনও অবধি একটাও হয়নি। খুব পাজলড আমরা।
প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, তারপর, পূরণ করা ফর্ম সংগ্রহ, শেষে ভোটারদের সেই তথ্য় তুলতে হচ্ছে BLO অ্য়াপে। কাজের চাপে ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে...নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বুধবার 'এডিট' অপশন দেওয়া হয়েছিল। কিন্তু, BLO-দের একাংশের অভিযোগ, বৃহস্পতিবার সেই এডিট অপশন উধাও! যাদবপুর BLO দেবপ্রসাদ মজুমদার বলেন, অ্য়াপে অপশন পাল্টাচ্ছে। কাল এডিট অপশন দিচ্ছিল। আজ দিচ্ছে না। শুধু এপিক ম্য়াচ আর ফিল আপ অপশন দিচ্ছে। কটা আমরা ফিল আপ করেছি, সেটা দেখার অপশন নেই। AI জেনারেটেড আছে।কেউ যদি a-র বদলে b করে, কেউ ম্য়াপিং করতে পারবে না। এডিট অপশন নেই। সহজ কাজ। সিদ্ধান্ত বদলাচ্ছে।























