Bengal SIR Row: অনলাইনের দোকান চালাত সুব্রত, আড়ালে জাল জন্ম-মৃত্যুর শংসাপত্রের চক্র ! গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের
Bengal SIR Row Fake Birth Death Certificate Rescue In Siliguri: অনলাইনের দোকানে রেটিনা স্ক্যানার-সহ ১০টি সরকারি সিল ! SIR আবহে জাল জন্ম-মৃত্যুর শংসাপত্র চক্রের হদিশ শিলিগুড়িতে

শিলিগুড়ি: বাংলায় SIR আবহে, খড়িবাড়ির পর এবার শিলিগুড়ির বিধাননগরে জন্ম ও মৃত্যুর জাল শংসাপত্র চক্রের হদিশ, গ্রেফতার ১। ধৃতের নাম সুব্রত ঘোষ ওরফে লিটন।
আরও পড়ুন, 'এদের বিরুদ্ধেও আদালতে যাব আমরা..', মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের পর কাদেরকে হুঁশিয়ারি শুভেন্দুর ?
গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া থানার পুলিশের। অনলাইনের দোকান চালাত সুব্রত, আড়ালে জাল জন্ম-মৃত্যুর শংসাপত্রের চক্র!খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম ও মৃত্যুর জাল সার্টিফিকেট চক্র, গ্রেফতার ৫ জন, জড়িত বিধাননগরের সুব্রত ঘোষ। ধৃতের দোকান থেকে ২টি কম্পিউটার, ল্যাপটপ, রেটিনা স্ক্যানার, থাম্প স্ক্যানার, পেন ড্রাইভ, ১০টি সরকারি সিল। উদ্ধার একাধিক জাল শংসাপত্র। চক্রে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে দার্জিলিং জেলা পুলিশ।
সম্প্রতি রতুয়ার আন্ধারু গ্রাম থেকে উদ্ধার করা হয় প্রচুর সরকারি নথি, স্ট্যাম্প। জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় ২ জনকে। বাজেয়াপ্ত করা হয় কম্পিউটার, প্রিন্টার। জানা গিয়েছিল, উদ্ধার নথির মধ্যে জন্ম শংসাপত্র, মার্কশিট, ট্রান্সফার সার্টিফিকেট । একাধিক সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। মিলেছে কয়েকটি গ্রাম পঞ্চায়েত, স্কুল ও মাদ্রাসার স্ট্যাম্প। আন্ধারু গ্রামে জলাশয়ের ধারে মিলেছে স্ট্যাম্প ও প্রচুর নথি। অনলাইন সমাধানের দোকানে তৈরি হত জাল নথি, দাবি পুলিশ সূত্রে । প্রথমে দোকান মালিক গ্রেফতার, জেরা করে জালে আরও ১।
গতকাল হাটকালনা এলাকায় রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছিল বালুরঘাট এলাকার ২৭টি এনুমারেশন ফর্ম। আজ সকালে ফর্ম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাবাসীর অভিযোগ, বিজেপির একজন বিএলএ ফর্মগুলো তুলে নিয়ে যাচ্ছিল। বিজেপির বিএলএকে আটকে রেখে কালনা থানায় খবর দিয়েছিলেন স্থানীয়রা। বিজেপি ফর্মগুলো নষ্ট করার চেষ্টা করছিল বলে অভিযোগ তৃণমূলের। স্থানীয় মহকুমা শাসক জানিয়েছিলেন, দক্ষিণ দিনাজপুর প্রশাসন এনুমারেশন ফর্ম নিয়ে যাওয়ার সময়ে কিছু ফর্ম মিসিং ছিল, এগুলো সেই ফর্ম কিনা খতিয়ে দেখা হচ্ছিল।
তৃণমূলের হাতে চলে যাচ্ছে এমুনরেশন ফর্ম, ফেসবুকে ছবি পোষ্ট করে সম্প্রতি দাবি করেন পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা সহ-সভাপতি রমণ শর্মা। প্রতিবাদে কাঁকসা বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। লোকবল নেই বলে, এসব করছে, পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের। ক্যামেরার সামনে মুখ খোলেননি BLO. তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন BDO. তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে SIR-এর এমুনরেশন ফর্ম। বিজেপি নেতার ফেসবুক পোষ্ট ঘিরে শোরগোল দুর্গাপুরের কাঁকসা এলাকায়। কাঁকসা বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি।






















