Bengal SIR Row: 'মৃত মায়ের নামে' এল এনুমারেশন ফর্ম ! অথচ বেঁচে থেকেও 'ভোটার তালিকায় মৃত..' আলিপুরদুয়ারের জীবন দাস ?
Bengal SIR Row EC List Controversy : জীবন থাকতেও 'ভোটার তালিকায় মৃত..'! গুরুতর অভিযোগ আলিপুরদুয়ারে , কী বলছেন জীবন দাস ?

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: জীবন থাকতেও জীবিত নয় জীবন দাস। নির্বাচন কমিশনের ২০২৫-এর ভোটার তালিকায় মৃত (ডিলিটেড) থাকায় এসআইআর এনুমারেশন ফর্ম থেকে বঞ্চিত হলেন কুমারগ্রাম ব্লকের এক ব্যাক্তি। অথচ বছর দুয়েক আগে মৃত তার মায়ের নামে এসেছে ফর্ম। যা নিয়ে ক্ষিপ্ত জীবন দাস। ভারতের নাগরিক হয়ে যদি ভোট দিয়ে নিজের পছন্দ মতো সরকার গড়তে না পারি, তবে কীসের জন্য বেঁচে থাকব বলে আক্ষেপ জীবন দাসের।
আরও পড়ুন, বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত, 'গেরুয়া উত্তরীয় পরে' গো ব্যাক স্লোগান !
অভিযোগ, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের,পশ্চিম নারারথলির ১০/১৫৪ বুথের বাসিন্দা জীবন দাস জীবিত থাকলেও, তাকে মৃত ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। অথচ তা ঘুণাক্ষরেও টের পাননি জীবন দাস। কারণ ভোটার তালিকায় মৃত হলেও, জীবিত নাগরিক হিসেবে প্রায় সরকারি সমস্ত সুযোগ সুবিধা প্রতিনিয়ত পেয়ে আসছিলেন তিনি। কিন্তু এসআইআর শুরু হতেই বিএলও বাড়ি এসে জীবন বাবুর বাবা, মৃত মা, স্ত্রী ও ছেলের এসআইআর ফর্ম দিয়ে যান। কিন্তু জীবন দাসের ফর্ম চাইতেই, ভোটার তালিকা দেখে বিএলও জানান, জীবন দাসের নাম মৃত হিসেবে বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। এ কথা শুনে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে জীবন দাসের। যা নিয়ে ক্ষোভেরও বহি:প্রকাশ ঘটে জীবন দাসের।
উল্লেখ্য, গত ২০২৩ সালেন ১৭ জুলাই মারা যান জীবন দাসের মা যোগমায়া দাস। মায়ের মৃত্যুর পর নিয়ম মেনে ভোটার তালিকা থেকে মায়ের নাম বাদ দিতে, মৃত্যুর শংসাপত্র-সহ একটি আবেদনপত্র স্থানীয় বিএলও কে জমা দেন জীবন দাস। কিন্তু, মায়ের নাম বাদ দিতে গিয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক জীবিত জীবন দাসের নামটাই মৃত হিসেবে বাদ দিয়ে ফেলেছেন বলে ধারণা জীবন দাসের । কারণ মৃত মায়ের নামে এনুমারেশন ফর্ম এসেছে। দায়িত্বপ্রাপ্ত বিএলও সেই সম্ভাবনার কথাও স্বীকারও করে নিয়েছেন।
এখন এসআইআরে ফর্ম না পেয়ে যথেষ্ট চিন্তিত জীবন দাস। বিভিন্ন আধিকারিদের দ্বারে দ্বারে ঘুরছেন ভোটার তালিকায় নাম তুলতে। কিন্তু যা পরিস্থিতি তাতে সাত ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, তাতে নাম থাকছে না জীবন দাসের। এই নিয়ে চাঞ্চল্য এলাকায়। তবে বিএলও ভরসা দিয়েছেন এসআইআর-এর পর, ফর্ম-৬ পূরণ করিয়ে জীবন দাসকে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় তার নাম তোলার ব্যবস্থা করবেন তিনি।























