Partha Chatterjee : আজ ফের মুখ খুললেন পার্থর দিকে জুতো ছোড়া শুভ্রা, কী বললেন
Bengal SSC Scam: জুতো ছোড়া নিয়ে আজ কী বললেন শুভ্রা?
সন্দীপ সরকার, কলকাতা : আজ তিনি অনেকটা থিতু। কাল যেভাবে ঝাঁঝালো বক্তব্য রেখেছিলেন জোকা ইএসআই-তে, আজ সেই ঝাঁঝ নেই বললেই চলে। তবে অভিযোগটা আছে।
মঙ্গলবার মেডিক্যাল টেস্ট সেরে গাড়িতে ওঠার সময়, পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়েছিলেন শুভ্রা ঘোড়ুই। দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা ওই মহিলার মুখোমুখি এবিপি আনন্দর প্রতিনিধি। জুতো ছোড়া নিয়ে আজ কী বললেন শুভ্রা?
গৃহবধূর দাবি, এই যে নিয়োগ দুর্নীতি তদন্তে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, হেভিওয়েট রাজনীতিক ফ্ল্যাট কিনছেন, টাকা রাখা হচ্ছে তাতে - এইসব ঘটনাক্রমই তাতিয়ে দিয়েছে তাঁকে। তাই পার্থ চট্টোপাধ্যায়কে দেখে আর মাথা ঠিক রাখতে পারেননি। সটান ছুড়ে দিয়েছিলেন জুতো। তারপর ফিরেওছেন খালি পায়ে !
আজ সেই ঝাঁঝালো শুভ্রা অনেক নরম । বললেন, ' আসলে এত গরম, শরীর খারাপ, তার উপর উনি সামনে এসে পড়লেন ! আমার কিন্তু কারও ওপর কোনও রাগ নেই । কোনও পার্টির ওপরও রাগ নেই' । তাহলে আবার পার্থবাবুকে সামনে পেলে জুতো ছুড়বেন ? প্রশ্ন শুনেই মৃদু হেসে, কপট রাগ দেখিয়ে উঠে পড়লেন মহিলা। তবে তিনি মঙ্গলবার যা ঘটিয়েছেন, তা এখন জনতার মুখে মুখে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
যদিও, জুতো পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে লাগেনি। গাড়িতে লেগে পড়ে যায়। দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা এই মহিলা মঙ্গলবার দাবি করেন, তিনি স্কুল শিক্ষিকার চাকরির জন্য চেষ্টা করেও পাননি। তিনি বলেন, ' আমি ওনাকে জুতো মারতে এসেছি, জুতো মেরে খালি পায়ে বাড়ি যাচ্ছি। জন সাধারণের কত গরিব মানুষের টাকা নিয়ে, কোটি কোটি টাকা, ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন, আবার বলেন কেন? ওনাকে এসি গাড়ি চড়িয়ে, ওনাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন। '
এরই মধ্যে এই ঘটনাকে তৃণমূলের প্রতি প্রতিরোধের প্রতীক আখ্যা দিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করে লেখেন, ' উনিই প্রকৃত মহিষাসুরমর্দিনী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যূত করবেন।'