Pallavi Dey Death : খুন-প্রতারণার অভিযোগ ! পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিককে রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের
Pallavi Dey Death Mystery : সাফল্য-অর্থ-প্রেম-ব্রেক-আপ-লিভ ইন-সম্পর্কে ফাটল-মৃত্যু! কী নেই এই রহস্য-গাথায়!
সৌমিত্র রায় , হিন্দোল দে : অভিনেত্রী পল্লবী দে-র ( Pallavi Dey Death )মৃত্যু ঘিরে রহস্য বাড়ছেই। অভিনেত্রীকে খুনের অভিযোগে, লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী ও তাঁর এক বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। খুনের পাশাপাশি প্রতারণার অভিযোগেও FIR দায়ের হয়। বন্ধু অভিযোগ মানতে না চাইলেও, প্রতিক্রিয়া মেলেনি সাগ্নিকের।
সাগ্নিক চক্রবর্তীকে গড়ফা থানায় রাতভর জিজ্ঞাসাবাদ
এরপর পরিবারের দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে (live-in partner Sagnik Chakraborty) গড়ফা থানায় রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের। সোমবার মাঝরাত পর্যন্ত থানায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারিক অতুল ভি। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি পল্লবী ও সাগ্নিক যৌথভাবে কিছু সম্পত্তি কিনেছিলেন। সেইসমস্ত আর্থিক লেনদেনের বিষয়েও সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
সম্পর্কে ফাটল-মৃত্যু!
পল্লবী দে-র সঙ্গে, লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর মধুর সম্পর্কের মুহূর্তগুলি আজও জ্বলজ্বল করছে সোশাল মিডিয়ায়। কিন্তু অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর পর, সামনে এসেছে একাধিক সম্পর্কের বেড়াজাল! সম্পর্কের গোলকধাঁধা । সাফল্য-অর্থ-প্রেম-ব্রেক-আপ-লিভ ইন-সম্পর্কে ফাটল-মৃত্যু! কী নেই এই রহস্য-গাথায়! মৃতের পরিবারের তরফে দাবি করা হচ্ছে, পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী বিবাহিত! অন্যদিকে সাগ্নিকের আগে, রেহান সর্দার নামে একজনের সঙ্গে সম্পর্ক ছিল পল্লবীর। চমকপ্রদ বিষয় হল, এমনটাও শোনা যাচ্ছে যে, বছর দুয়েক আগে অন্য এক মহিলার সঙ্গে যখন সাগ্নিকের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, তখন আবার সাক্ষী হিসাবে না কি সই করেছিলেন পল্লবীই!
আইনত বিবাহবিচ্ছেদ হয়নি?
আইনত বিবাহবিচ্ছেদ না হলেও, পরে পল্লবীর সঙ্গেই লিভ ইন করতে শুরু করেন সাগ্নিক। আগামী বছর দু’জনের বিয়ে হওয়ারও কথা ছিল। এরই মধ্যে আবার নতুন মোড়! পল্লবী ও সাগ্নিক যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটে ঐন্দ্রিলা মুখোপাধ্যায় নামে সাগ্নিকের এক বান্ধবী আসতেন বলে অভিযোগ। মৃত অভিনেত্রীর পরিবারের দাবি, বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা লেগে থাকত সাগ্নিক ও পল্লবীর। সম্প্রতি পল্লবীর জন্মদিন পালন করেছিলেন তাঁর মাসি। এই কয়েক দিনের মধ্যেই যে মেয়েটা এভাবে চলে যাবে, তা এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি।