Bhangar News: থানার অদূরে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য ভাঙড়ে
Bhangar Death: চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভাঙড়ে। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটার দীর্ঘক্ষণ পরেও পুলিশ না আসায় উঠছে প্রশ্ন।
হিন্দোল দে, ভাঙড়: ভাঙড় থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল (Bhangar News)। দোকানের ভিতরে বেঁধে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম আজগর মোল্লা। মৃত্যুর পর দীর্ঘক্ষণ দেহ পড়েছিল। একদম থানার সামনে এই ঘটনা ঘটার বহুক্ষণ পরেও পুলিশ কেন এলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ খবর পাওয়ার দীর্ঘক্ষণ পরে পুলিশ এসে তদন্ত শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে ভাঙড় থানার কিছুটা দূরেই এক ব্যক্তির মৃতদেহ দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, গণপিটুনির ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। প্রায় ২ ঘণ্টা পরে মৃতের পরিবারের কাছ থেকে আজগর মোল্লার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে খবর পাওয়া গেছে যে পুলিশ একটি সিসিটিভি ফুটেজ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে যে স্থানীয় বেশ কয়েকজন আজগর মোল্লাকে বেঁধে রেখে মারধর করছে। সিসিটিভি ফুটেজে গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যুর হওয়ার প্রমাণ মিলেছে। তবে ময়নাতদন্তের পরেই এই বিষয়টি নিশ্চিত ভাবে বলা সম্ভব হবে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজগর মোল্লাকে বেঁধে মারধরের সময় কারা কারা ছিল তা জানার চেষ্টা চলছে। ফুটেজ দেখে ঘটনাস্থলে কারা ছিল তাও দেখা হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে আরও খবর পাওয়া গেছে যে ঘটনাস্থলে থাকা অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজেরও খোঁজ চলছে। ঘটনাস্থলের সামনেই বাজার কমিটির একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে। তবে এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ করা হয়নি।
আরও জানা গেছে যে, রবিবার ভোর রাত নাগাদ আজগর মোল্লা ভাঙড় বাজারে এসেছিলেন। সেই সময় তাঁকে চোর সন্দেহে মারধর করা হয়। কেন না বেশ কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরি হচ্ছিল। তাই রবিবার ভোরে একটি ভ্যারাইটি স্টোরের সামনে আজগর মোল্লাকে ঘোরাঘুরি করতে দেখে সেখানে তাঁকে বেঁধে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। পুরো বিষয়টিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় পরের পর গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ও সিপিএম। অন্যদিকে গণপিটুনিরোধী বিল কেন আটকে রেখেছে রাজভবন তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Coochbeahar News: বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে অপহরণ করে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ