Bhawanipur Couple Murder: ভবানীপুরে দম্পতি খুনে পুলিশের জালে ২
Murder Update: জোড়া খুনের পিছনে নিহত দম্পতির পরিচিতেরই হাত রয়েছে বলে একপ্রকার নিশ্চিত পুলিশ।
কলকাতা: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনে ২ জনকে গ্রেফতার। বৃহস্পতিবার সকালে ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
জোড়া খুনের (Couple Murder) পিছনে নিহত দম্পতির পরিচিতেরই হাত রয়েছে বলে একপ্রকার নিশ্চিত পুলিশ (Police)। সূত্রের খবর, খুনের কয়েকদিন আগে শাহ দম্পতির বাড়িতেও গিয়েছিল গোটা পরিকল্পনার মাস্টারমাইন্ড। পুলিশের ধারণা, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যায় খুনের ছক কষা হয়েছিল। অর্থের বিনিময়ে খুন বলেই প্রাথমিক ধারণা পুলিশের।
সিসিটিভি ক্যামেরায় পর্দাফাঁস?
সূত্রের খবর, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজনদের সনাক্ত করা হয়েছে। মৃত দম্পতির এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করেই মিলেছে সূত্র, খবর সূত্রের। যদিও এখনও অধরা মাস্টারমাইন্ড, খবর পুলিশ সূত্রে।
View this post on Instagram
সম্পত্তি না কি প্রতিহিংসা?
ধার মেটাতে না পারায় খুন ভবানীপুরের ব্যবসায়ী দম্পতি, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ১ লক্ষ টাকা ধার মেটাতে না পারায় খুন। মেজ জামাইয়ের দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেন ব্যবসায়ী অশোক শাহ। টাকা ফেরতের জন্য চাপ দেওয়ায় কিছু টাকা ফেরতও দেন তিনি। ব্যবসায় মন্দার কারণ দেখিয়ে বাকি টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন অশোক। টাকা আদায় করতেই দুষ্কৃতীরা শাহ দম্পতির ভবানীপুরের বাড়িতে হানা দেয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শাহ দম্পতির মেজ জামাইয়ের দূর সম্পর্কের ওই আত্মীয়ের ছবি। টাকা উদ্ধার নিয়ে বিবাদের জেরেই খুন, নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: তাবিজ দিয়ে কিডনির রোগীকে সুস্থ করার প্রতিশ্রুতি ! স্বামী ও টাকা খুইয়ে সর্বস্বান্ত মহিলা