Birbhum News: সদ্য প্রাক্তন উপাচার্যের বাড়িতে তদন্তকারী দল, বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ পুলিশের
Bidyut Chakraborty Update: মোট ৩টি মামলায় ২০ নভেম্বর প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হয় বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যকে। ফলক-বিতর্ক-সহ বাকি দুটি মামলায় আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিদ্যুৎ চক্রবর্তীকে।
কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) সদ্য প্রাক্তন উপাচার্যকে দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ করল পুলিশ। শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্য়ায়ের নেতৃত্বে এদিন বিদ্যুৎ চক্রবর্তীর সরকারি বাসভবনে যায় চারজনের তদন্তকারী দল। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ পুলিশের: সম্প্রতি, শান্তিনিকেতনে ফলক বিতর্কই হোক বা বাঙালি কাঁকড়ার জাত মন্তব্য। কখনও আবার মুখ্যমন্ত্রীকে পত্রাঘাত, বারবার তাঁকে নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। ২ সপ্তাহ আগেই ফুরিয়েছে তাঁর কার্যকালের মেয়াদ। খাতায় কলমে তিনি এখন 'প্রাক্তন'। এই পরিস্থিতিতে বিশ্বভারতীর সদ্য় প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সরকারি বাসভবনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। সকাল ১০টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিদ্য়ুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় মোট ৫টি মামলা রুজু হয়েছে।আগেই ৩টি মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব মিটেছে। এদিন ফলক-বিতর্ক সহ বাকি দুটি মামলায় আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিদ্যুৎ চক্রবর্তীকে।
এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সোমবার তাঁর বাসভবন 'পূর্বিতা'য় পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। ছিলেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখোপাধ্য়ায় ও তিনজন পুলিশ কর্মী। জিজ্ঞাসাবাদের ভিডিও ও তাঁর বয়ান রেকর্ড করা হয়। সম্প্রতি, শান্তিনিকেতন থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হয় ৫ টি অভিযোগ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায় শান্তিনিকেতন থানা। কিন্তু তা এড়িয়ে যান বিদ্যুৎ চক্রবর্তী।
এরপরই, হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তিনি। কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পান বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। ১০ নভেম্বর, শান্তিনিকেতন থানার নোটিসে স্থগিতাদেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, আপাতত বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। আদালত জানায়, ১৪ নভেম্বরের পরিবর্তে ২০ ও ২২ নভেম্বর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে। ২০ নভেম্বর ৩ টি এবং ২২ নভেম্বর ২ টি মামলায় জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। প্রতিটি মামলায় জিজ্ঞাসাবাদ করা যাবে ১ ঘণ্টা করে। আদালতের নির্দেশমতো সোমবারেরও পর এদিনও তাঁর বাসভবনে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। ফলক বিতর্ক সহ দুটি মামলার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। আগামী সোমবার, জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে পুলিশ। এই মামলার পরবর্তী শুনানি ২৯ শে নভেম্বর।
আরও পড়ুন: Murshidabad News: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, ফরাক্কায় বোমা-বিদ্ধ শৈশব