WB News: সমবায়-সংঘর্ষে নিহত TMC কর্মী, ফের উত্তপ্ত নন্দীগ্রাম
ABP Ananda LIVE : সমবায় সংঘর্ষে নন্দীগ্রামে প্রাণ গেল তৃণমূল কর্মীর। গতকাল রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। নিহত তৃণমূল কর্মীর নাম বিষ্ণুপদ মণ্ডল। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের।
আরও খবর, বিএনপি নেতাদের হুমকি, পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর সওয়াল করে বিএনপির নিশানায় মমতা। 'কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেব'। 'আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব?' 'এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো'। 'তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক'। 'আমাদের সরকারের পলিসি হল কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো'। 'আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে'। 'সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।


















