Kolkata: সিভিক ভলান্টিয়ারকে ঘুষি, গালে কামড়, কসবা থেকে গ্রেফতার বাইক চালক
Kolkata News: পুলিশ সূত্রে দাবি, এক বাইক চালক দৃশ্যতই মত্ত অবস্থায় এক মহিলাকে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ বাইক থামালে বচসা বেঁধে যায়।
আবির দত্ত, কলকাতা: রাতের শহরে মত্ত বাইক চালকের (Biker) হাতে আক্রান্ত দু’জন সিভিক ভলান্টিয়ার (civic volunteer)। ওই চালকের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। তাঁর বিরুদ্ধে, এক সিভিক ভলান্টিয়ারের মুখে ঘুষি মারা আর এক সিভিক ভলান্টিয়ারের গালে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মত্ত বাইক চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
মত্ত বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ, এক সিভিক ভলান্টিয়ারের মুখে ঘুষি মারেন ওই বাইক চালক। আর এক সিভিক ভলান্টিয়ারের গালে কামড়ে দেন। ওই বাইক চালককে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ (Kasba Police Station)। গতকাল রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে কসবা থানা এলাকার নস্করহাটে।
পুলিশ সূত্রে দাবি, এক বাইক চালক দৃশ্যতই মত্ত অবস্থায় এক মহিলাকে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ বাইক থামালে বচসা বেঁধে যায়। তখন পুলিশ কর্মীরা ওই মহিলাকে বাড়িতে পৌঁছে দেন। বাইক চালককে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা হলে ফের ঝামেলা শুরু হয়। অভিযোগ, তখনই দু’জন সিভিক ভলান্টিয়ারের ওপর হামলা করেন অভিযুক্ত বাইক চালক।
আরও পড়ুন: Bankura : নিজের ফার্মাসিস্ট-শংসাপত্র জাল করে বিভিন্ন জেলায় ওষুধের দোকানে ভাড়া, পুলিশের জালে অভিযুক্ত
রাতের শহরে আরও অভিযোগ
বৃহস্পতিবার রাত একটা। যাদবপুর থানার সামনে চলছিল পুলিশের নাকা তল্লাশি। অভিযোগ, সেইসময় ইএম বাইপাসের দিক থেকে বেপরোয়া গতিতে একটি বাইক আসছিল। এক চালক ও দুই আরোহী, তিনজনের মাথায় কোনও হেলমেট ছিল না। এই অবস্থায় কর্তব্যরত ট্রাফিক্স কনস্টেবল বাইকটি থামাতে যান। অভিযোগ তখনই
বাইকের গতি বাড়িয়ে এই কনস্টেবলকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন আরোহী।
রাতের শহরে ফের বেপরোয়া বাইকের দৌরাত্ম্য! তাতে রাশ টানতে গিয়ে কলকাতার দু’জায়গায় আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। দুটি ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: Birbhum : মেয়ে ও জামাইয়ের জন্য মাংস নিয়ে আসতে বলেছিলেন, স্ত্রীকে কোদালের কোপ মেরে খুনের অভিযোগ