Suvendu On Anubrata: অনুব্রতকে 'ব্যাগ গোছাতে' বললেন শুভেন্দু, বোলপুরের মাটিতে দাঁড়িয়েই '৬ বছরের জন্য জেলে' পাঠানোর হুঁশিয়ারি !
Suvendu Attacks Anubrata: বীরভূমে 'নারী সম্মান যাত্রা' করে অনুব্রতকে হুঁশিয়ারি শুভেন্দুর, কী বললেন বিরোধী দলনেতা ?

বীরভূম: বোলপুর থানার IC-কে ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর আক্রমণের ঘটনার প্রতিবাদে 'নারী সম্মান যাত্রা' বিজেপির। এদিন বোলপুরে যখন 'নারী সম্মান যাত্রা' করছেন শুভেন্দুরা, ঠিক তখনই পার্টি অফিসে মিটিংয়ে ব্যস্ত ছিলেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন, RG কর আন্দোলনে অংশ নিয়েছিলেন, বেহালায় শিশুরোগ বিশেষজ্ঞ প্রলয় বসুর রহস্যমৃত্যু
'এই রাজ্যে যদি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতেন, খপাস করে ধরত, নিয়ে যেত..'
এদিন অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী । বলেন, বোলপুরের আইসি-কে যে ভাষা বলেছেন, বিশেষ করে আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায় ? কানে শোনা যায় ? বলুন। ওপারে দর্শক আসন থেকে উত্তর আসে, 'না।' বিরোধী দলনেতার সংযোজন, তাহলে কী করা উচিত ? এই রাজ্যে যদি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতেন, খপাস করে ধরত, নিয়ে যেত। ১৪ দিন রিম্যান্ডে রাখত। প্রত্যেকদিন শুকনো লঙ্কা জ্বালানো হত। আর নাকে ঢোকানো হত।
'বোলপুরের আইসি-র মা শুধু নন, গোটা বাংলার মহিলাদের মর্যাদায় আঘাত লেগেছে..'
তিনি আরও বলেন, গোটা বীরভূম , বোলপুর শহর, সকলে রাস্তায় নেমেছে। এই জনতার গর্জন প্রমাণ করে দিচ্ছে, মমতার ঘনিষ্ঠ অনুব্রত যা বলেছে, বোলপুরের আইসি-র মা শুধু নন, গোটা বাংলার মহিলাদের মর্যাদায় আঘাত লেগেছে। গ্রেফতার চাই। ৬ বছর জেলে রাখতে হবে। অনুব্রত মণ্ডলকে কী বার্তা ? এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে শুভেন্দুর জবাব, জেলে যাবেন। ব্যাগ গোছান।'
অনুব্রত মণ্ডলের পুলিশকে কদর্য আক্রমণের প্রতিবাদে সোমবার পথে নেমেছেন শুভেন্দু
বীরভূমের মাটিতে নারীদের সম্মান নিয়ে শুভেন্দুর সোচ্চার হওয়ার দিনই, পাল্টা তাঁর বিরুদ্ধেই মহিলাদেরকে অসম্মানের অভিযোগ করল তৃণমূল। রবিবার সন্দেশখালিতে গিয়ে শুভেন্দু অধিকারীর করা বক্তব্যের প্রেক্ষিতে তাঁকে নিশানা করলেন তৃণমূলের মহিলা সাংসদরা। অনুব্রত মণ্ডলের পুলিশকে কদর্য আক্রমণের প্রতিবাদে সোমবার পথে নেমেছেন শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বেই বীরভূমে নারী সম্মান যাত্রা করেছে বিজেপি।
তৃণমূলের পাল্টা বিজেপি
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে, বিজেপির বিরুদ্ধে কলকাতায় রাস্তায় নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। আর ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যকে হাতিয়ার করে রাস্তায় নামল বিজেপি। শুধু বোলপুরই নয়, রাজ্য়ের একাধিক জায়গায় নারী সম্মান যাত্রা করল বিজেপি। এদিকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবিতে হাওড়ায় বিক্ষোভ দেখিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হাওড়া শাখা। জি টি রোডে পঞ্চাননতলা মোড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে।






















