Birbhum News: উচ্ছেদ অভিযানের মধ্যেই পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ, তুমুল হইচই এলাকায়
Birbhum Land Problem News: স্থানীয়দের একাংশের অভিযোগ, পুকুর ভরাট করে কংক্রিটের নির্মাণ রুখতে নলহাটি ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর ও বিধায়কের দ্বারস্থ হন অনেকেই।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রাজ্য জুড়ে সরকারি জমি দখলদারের হাত থেকে উদ্ধারে উদ্যোগী হয়েছে প্রশাসন। সেই আবহেই পুকুর ভরাট করে নির্মাণ করার অভিযোগ উঠল নলহাটি পুরসভায়। এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রকাশ সিং। বর্তমানে পুর প্রসশাসন চালাচ্ছে। চেয়ারম্যান রয়েছেন রাজেন্দ্র প্রকাশ সিং।
এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নলহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে খালাসিপাড়া এলাকায় ওই ভরাটের কাজ চলছে। তাঁদের দাবি, নথিতে পাইকপাড়া মৌজার জেএল নম্বর ৫৭, দাগ নম্বর ৪৫৫৫, শ্রেণি পুকুর থাকা সত্ত্বেও সেই পুকুরটি ভরাট করা হচ্ছে। এই বিষয় নিয়ে বিধায়ক ও প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে বাসিন্দাদের দাবি। পুকুরের এক প্রান্তে কংক্রিটের পাঁচিল তোলা হচ্ছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, পুকুর ভরাট করে কংক্রিটের নির্মাণ রুখতে নলহাটি ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর ও বিধায়কের দ্বারস্থ হন অনেকেই। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগও জানানো হয় প্রশাসনের বিভিন্ন দফতরে। কিন্তু, পুকুর ভরাট ও কংক্রিটের কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ। স্থানীয় সূত্রে দাবি, ৫১ শতক আয়তনের পুকুরটি বাসিন্দারা ব্যবহার করেন দীর্ঘদিন ধরে। চাষের কাজেও এই পুকুরের জল ব্যবহার করা হয় বলে এলাকার চাষিদের দাবি।
এলাকার বাসিন্দা হাসিনা বিবি বলেন, “পুকুরটি অনেক বড় ছিল। মাটি ফেলে পুকুরটি ভরাট করা হচ্ছে। বর্তমানে পুকুর অনেক ছোট হয়ে গিয়েছে। এর পরেও পুকুরটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন পুকুর মালিক। স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছে।” আর এক বাসিন্দা জয়ন্তী মন্ডল অভিযোগ করেন, এখন আর পুকুর নেই। বুজিয়ে বিল্ডিং তোলা হচ্ছে। ছোট থেকে এই পুকুর আমরা ব্যবহার করে আসছি।
পুকুরের মালিক মহম্মদ আলির দাবি, "পুকুর ভরাট করা হচ্ছে না। সংস্কারের কাজ চলছে। পুকুরের মাটি যেন না ধসে যায় সেই জন্য গার্ডওয়াল দেওয়ার কাজ চলছে।”
এই বিষয়ে নলহাটি ১নং ব্লকের বিডিও সৌরভ মেহেত্রা জানান, অভিযোগ পেয়েছি। বিএলআরও কে নির্দেশ দেওয়া হয়েছে। এবং পকুর মালিক কে একটা নিদৃষ্ট সময়সীমা দেওয়া হয়েছে পুকুরটি খালি করার জন্য।
এদিকে বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং বলেন ফোনে জানান, প্রশাসন কে বলা হয়েছে ব্যবস্থা নিতে। পুকুর বোজানো কোন ভাবেই মেনে নেওয়া হবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে