Birbhum News: বীরভূমে নৃশংস খুন! দুই শিশু-মায়ের গলার নলিকাটা দেহ উদ্ধার
Birbhum Murder News: ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মহম্মদবাজারের ম্যানেজারপাড়া এলাকায়।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ট্যাংরায় হাড়হিম হত্যা নিয়ে শোরগোল। পরতে পরতে উঠে আসছে রহস্য। এরই মধ্যে বীরভূমের মহম্মদবাজারে নৃশংস খুন। গলার নলিকাটা অবস্থায় তিনটি মৃতদেহ উদ্ধার। উদ্ধার দুই শিশু এবং তাদের মায়ের দেহ। সকালে গ্রামবাসীরা প্রথম মৃতদেহ দেখতে পায়, খবর দেওয়া হয়েছে মহম্মদবাজার থানায়।
ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মহম্মদবাজারের ম্যানেজারপাড়া এলাকায়। নিহত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এদিন গ্রামবাসীরা বাড়িতে মহিলা ও তাঁর দুই সন্তানের নলি কাটা দেহ দেখতে পান। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহত দুই শিশু সন্তানের একজনের বয়স সাত বছর। আরেকজনের বয়স পাঁচ বছর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুন না আত্মহত্যা, সেই বিষয়টিও দেখা হচ্ছে।
এদিকে, ট্যাংরার ঘটনায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলে পরিবারের বাকি সদস্যদের দাবি থাকলেও মহিলা ৩ সদস্যকে খুনই করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। রিপোর্টে দেওয়া সময় অনুযায়ী, মঙ্গলবারই ঘটেছিল খুনের ঘটনা, এমনটাই বলা হয়েছে।
আরও পড়ুন, ট্যাংরা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! বাড়ির সব সিসি ক্যামেরারই প্লাগ খোলা! নেপথ্যে কী কারণ?
ওষুধ মেশানো পায়েস খেয়েও লাভ হয়নি। ছ'জনের মধ্যে বেঁচে যান পাঁচজনই। তারপর আচ্ছন্ন থাকা দুই গৃহবধূকে, হাতের শিরা ও গলার নলি কেটে খুন করা হয়। তবে পরিবারের নাবালক সদস্যকে শেষ মুহূর্তে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন দুই ভাই। হাসপাতালে ভর্তি পরিবারের সদস্যদের বয়ানে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি।
এদিকে, গাড়ি দুর্ঘটনায় আহত ট্যাংরার একই পরিবারের ৩ সদস্যই ভর্তি রুবি হাসপাতালে। তিনজনই রয়েছেন ICU-তে। হাসপাতাল সূত্রে খবর, সবথেকে সঙ্কটজনক পরিস্থিতি প্রণয় দে-র নাবালক পুত্রের। শরীরের একাধিক অঙ্গের হাড় ভাঙা। হাসপাতাল সূত্রে খবর, কিশোরের ঘাড়ের বাঁদিকে, বগলের নীচে, বাঁ হাতে এবং ডান হাতে কাটা দাগ রয়েছে। চিকিৎসকদের মতে, এই ক্ষতচিহ্ন গাড়ি দুর্ঘটনা ফলে হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















