(Source: ECI/ABP News/ABP Majha)
Birbhum: সিউড়িতে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে ছড়াল বোমাতঙ্ক
Birbhum News: পুলিশ সূত্রে খবর, সিউড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে, আয়কর অফিসের কাছে গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
এরশাদ আলম, বীরভূম: ফের বোমাতঙ্ক ছড়াল বীরভূমে (Birbhum)। এবারের ঘটনা সিউড়ি (Suri)। পরিত্যক্ত ব্যাগ (Abandoned Bag) ঘিরে ছড়াল আতঙ্ক। ঘটনা গতকাল রাতের। ঠিক কী ঘটেছিল?
বীরভূমে ফের বোমাতঙ্ক
পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল বীরভূমের সিউড়িতে। পুলিশ সূত্রে খবর, সিউড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে, আয়কর অফিসের (Income tax office) কাছে গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন সিউড়ি থানায়। পুলিশ এসে প্রথমে জায়গাটিকে ঘিরে দেয়। তারপর বম্ব ডিসপোজাল স্কোয়াড (Bomb Disposal Squad) এসে ব্যাগটিকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখে। পুলিশ সূত্রে খবর, ব্যাগে কোনও বোমা বা বিস্ফোরক ছিল না। কিছু পোশাক রাখা ছিল।
ফের বোমা উদ্ধার নানুরে
দিন দুই আগে নানুরে ফের বোমা উদ্ধার হয়েছে। বাঁশঝাড়ের মধ্যে মাটিতে অর্ধেক পোঁতা চার চারটি ড্রাম। সেখান থেকেই মেলে ১০০ টির বেশি বোমা। ঘটনায় ফের শিরোনামে বীরভূমের নানুর। শনিবার, গোপনসূত্রে খবর পেয়ে, অজয়ের ধারে সিধাই গ্রামে বাঁশঝাড়ের মধ্যে থেকে বোমাভর্তি ড্রামগুলি উদ্ধার করে পুলিশ। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎকুমার দে জানান, গোপন সূত্রে নানুর থানার পুলিশ খবর পায়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বোমা।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ভিত্তিক সম্মেলন শুরু করেছে, তেমনই সন্ত্রাসের উন্নয়নের জন্য বোমা মজুত করতে শুরু করেছে। পুলিশ মনে করলে প্রতিদিন হাজার হাজার বোমা বন্দুক উদ্ধার করতে পারে।'
কলকাতায় বোমা উদ্ধার
অন্যদিকে খাস কলকাতা (Kolkata) থেকেও উদ্ধার হয়েছে তাজা বোমা। গত শুক্রবার গভীর রাতে বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোড (Tiljala) থেকে ১১টি বোমা উদ্ধার করে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা। সঙ্গে ছিল উইনার্স বাহিনী ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। সম্প্রতি শেখ তনু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ (Kolkata Police)। তাকে জেরা করেই তিলজলা রোডের (Tiljala Road) ঝুপড়িতে বোমার হদিশ মেলে বলে পুলিশ সূত্রে দাবি।